সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে মুস্তাফিজ

হারে বছর শেষ। সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নতুন বছর। পুরনোকে পেছনে ফেলে ২০১৭ সালে সবকিছু নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ। নতুন করে শুরু করতে চান মাশরাফিরাও। নতুন বছরের আগে সুখবরই পেলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ‘বিস্ময় বালক’ মুস্তাফিজুর রহমান ইনজুরির জন্য সারা বছর ক্রিকেট খেলতে পারেননি। কিন্তু তারপরও যে কয়টা ম্যাচ খেলেছেন, তাতেই ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং নিয়ে বছর শেষ করেছেন ‘কাটার মাস্টার’। বছরের প্রথম দিন যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, ১৯ ধাপ এগিয়ে মুস্তাফিজের অবস্থান এখন ২৯। যা তার ক্যারিয়ার সেরা। দেশের বোলারদের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে সাকিব আল হাসান, ৬ নম্বরে। বছরের শেষ দিন নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। ৯.২ ওভারের স্পেলে ৩২ রান দিয়ে উইকেট নিয়েছেন ২টি। এর একটি নেইল ব্রুমের। যিনি সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৯৭ রানে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ওয়ানডেতে ২ উইকেট পেলেও ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং করেন। ১০ ওভারের স্পেলে রান দেন ৭২। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুস্তাফিজ খেলেছেন মাত্র দুটি ওয়ানডে এবং নিয়েছেন ৪ উইকেট। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ৬২ রানে দুটি আর নেলসনের শেষ ম্যাচে ৩২ রানে নিয়েছেন বাকি দুই উইকেট। ১১ ওয়ানডেতে মুস্তাফিজের উইকেট ৩০টি। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবস্থান ১৪ নম্বরে। তিন ওয়ানডেতে টাইগার অধিনায়কের উইকেট ৩টি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন দলের সেরা পারফরমার। ১০ ওভারে ৪৯ রানের খরচে নেন ৩ উইকেট। বাকি দুই ওয়ানডেতে ছিলেন উইকেটশূন্য। তবে সিরিজে টাইগারদের সেরা বোলিং পারফরমার সাকিব আল হাসান। ২৮ ওভার বোলিং করে ১৬৯ রানে নেন ৫ উইকেট। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাকিব ছয় নম্বরে। ডান হাতি পেসার তাসকিন আহমেদ পাঁচ ধাপ এগিয়ে এখন ৭৮ নম্বরে।

সর্বশেষ খবর