মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিসিসিআইর সভাপতি সচিব অপসারণ

ক্রীড়া ডেস্ক

বিসিসিআইর সভাপতি সচিব অপসারণ

অনুরাগ ঠাকুর--অজয় শিরকে

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে অনুরাগ ঠাকুরকে সরিয়ে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের আদেশ অমান্য করায় অনুরাগের সঙ্গে বোর্ডের সচিব অজয় শিরকেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন কারা চালাবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত হবে ১৯ জানুয়ারি। ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিং কেলেঙ্কারির পর সুপ্রিম কোর্ট ২০১৫ সালের জানুয়ারিতে সাবেক প্রধান বিচারপতি আর এম লোধাকে নিয়ে গঠন করেছিল ‘লোধা কমিটি’। বিসিসিআইর স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি প্রতিষ্ঠানটির সব কাজে নজর রাখার দায়িত্ব ছিল এ কমিটির। কমিটি বিসিসিআই পরিচালনার জন্য বেশ কিছু সুপারিশ দেয়। কমিটি থেকে জানিয়ে দেওয়া হয়, বিসিসিআইকে সুপারিশগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কিন্তু বিসিসিআইর বর্তমান কমিটি লোধা কমিটির কোনো সুপারিশই মানেনি। এ কারণেই বোর্ডের দুই শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

কমিটির প্রধান আর এম লোধা ভারতীয় মিডিয়াকে বলেন, ‘সুপ্রিম কোর্টের এ পদক্ষেপ বাকি স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলোর কাছেও সতর্কবার্তা পৌঁছে দেবে। ২০১৬ সালের শুরুর দিকে সুপারিশ করা হয়েছিল। ওই বছরের জুলাইয়ে সুপ্রিম কোর্ট তা স্বীকৃতিও দেয়। বিসিসিআইকে বলা হয় কমিটির সব সুপারিশ মেনে চলতে। কিন্তু বোর্ড তা মানেনি।’ এর আগে গত বছরের অক্টোবরে বিসিসিআইর সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল আদালত। তবে ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য অনুমতি দেয় পরে।

সর্বশেষ খবর