মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রেলিগেশন শঙ্কায় ঢাকা মেট্রো

ক্রীড়া ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হচ্ছে। টায়ার-১ এ ঢাকা বিভাগ খেলবে বরিশাল বিভাগের বিরুদ্ধে। খুলনা বিভাগ খেলবে ঢাকা মেট্রোর বিরুদ্ধে। টায়ার-২ এ রংপুর বিভাগ খেলবে রাজশাহী বিভাগের বিরুদ্ধে। সিলেট বিভাগ খেলবে চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে।

লিগে অবনমনের শঙ্কায় রয়েছে ঢাকা মেট্রো। টায়ার-১ এর পয়েন্ট তালিকার সব শেষ অবস্থানে রয়েছে দলটি। জাতীয় লিগের নিয়ম অনুযায়ী লিগ থেকে টায়ার-১ এর পয়েন্ট তালিকার সব শেষ পজিশনে থাকা দল নেমে যাবে টায়ার-২ তে। আর টায়ার-২ এর প্রথম দল উঠে যাবে টায়ার-১ এ। এখন পর্যন্ত টায়ার-১ প্রথম স্থানে রয়েছে রংপুর বিভাগ। তাদের পয়েন্ট ৬২। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম রাজশাহী বিভাগের। তার সামনেও সুযোগ আছে টায়ার-১ এ ওঠার।

পঞ্চম রাউন্ড শেষে টায়ার-১ এ ৪৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে খুলনা। ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা, ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বরিশাল। ঢাকা মেট্রোর পয়েন্ট ২৬।

টায়ার-২ এ রংপুরের পয়েন্ট ৬২. রাজশাহীর পয়েন্ট ৫৯, চট্টগ্রাম ২৭ পয়েন্ট দ্বিতীয় তিনে এবং ২৫ পয়েন্ট নিয়ে সিলেট রয়েছে চতুর্থ স্থানে।

সর্বশেষ খবর