বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মামুনুল আশাবাদী

ক্রীড়া প্রতিবেদক

মামুনুল আশাবাদী

সাফ চ্যাম্পিয়নশিপে পুরুষ জাতীয় দলের পারফরম্যান্স হতাশাজনক। গত দুই আসরে গ্রুপপর্ব খেলেই বিদায় নিয়েছে। সেমিফাইনাল খেলাটা এখন স্বপ্নে পরিণত হয়েছে। অন্যদিকে মহিলারা ফুটবলে আশার আলো জ্বালিয়েছে। গত বছর এএফসি কাপ অনূর্ধ্ব-১৬ ফুটবল বাছাইপর্বে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্তপর্বে উঠেছে। এখন সাফ জয়ের স্বপ্ন দেখছে। আজ সন্ধ্যায় শিলিগুড়িতে ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে বাংলাদেশ। এই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফাইনাল খেলছে। জিতলেই নতুন ইতিহাস গড়বেন সাবিনারা। পুরুষরা যেখানে ব্যর্থ সেখানে মেয়েরা শিরোপার কাছাকাছি। এনিয়ে গতকাল আলাপ হয় জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে মহিলা ফুটবলারদের তুলনা করা হচ্ছে। জানি না কেন এমন বলা হচ্ছে। তবে এটা ঠিক মহিলা ফুটবলে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। আজ সাফ ফুটবলে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। স্বাগতিকরা অনেক শক্তিশালী। আগের তিন আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরও আমি সাবিনাদের ওপর আশাবাদী। যোগ্যতার প্রমাণ দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। গ্রুপ ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে পরাজিত করেছে। সেমিতে মালদ্বীপকে দাঁড়াতেই দেয়নি। গ্রুপ ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করে প্রমাণ দিয়েছে বাংলাদেশ কতটা শক্তিশালী।’ তাহলে কী ফাইনালে ভারতকে হারানো সম্ভব? মামুনুল দৃঢ় কণ্ঠে বলছেন, অবশ্যই। হতে পারে ভারত শক্তিশালী দল। কিন্তু এবার তো তুলনামূলকভাবে আমরাই ভালো খেলছি। তবে মাঠে সাবিনাদের মাঠে চাপমুক্ত থাকতে হবে। কোনো অবস্থায় টেনশন করা যাবে না। পুরো টিমই এখন উজ্জীবিত। বিশেষ করে সাবিনা, স্বপ্না, কৃষ্ণা খুবই উঁচুমানের খেলোয়াড়। আমার বিশ্বাস চাপমুক্তভাবে খেলতে পারলে শিরোপা জয় করা সম্ভব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর