বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি

নিউজিল্যান্ডে ব্যর্থতা পিছু ছাড়ছে না টাইগারদের। ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর গতকাল টি-২০ ম্যাচ হেরে মাথা নিচু করে মাঠ ছাড়ছেন মাশরাফিরা

ম্যাচ পরবর্তী সংবাদ সন্মেলনে মাশরাফি বিন মর্তুজাকে যেন চেনাই যাচ্ছিল না। চিরচেনা সেই হাসি নেই। নেই খুনসুটি। বিমর্ষভাবে ছেয়ে গেছে চেহাড়া। না হওয়ার কোনো কারনও নেই। নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে যে ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা, তাতে হতাশা ঝরে পড়াই স্বাভাবিক। ব্যাক ক্যাপসদের গতির সামনে শুধু বুক চিতিয়ে ব্যাট করেছেন মাহমুদুলাহ রিয়াদ। বরাবরের মতো ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। ম্যাকলিন পার্কের অভিষেক আন্তর্জাতিক টি-২০ ম্যাচটিতে বাংলাদেশ হারলো ৬ উইকেটে। ৬ ও ৮ জানুয়ারী মাউন্ট মানগুনাইয়ে সিরিজের বাকি দুই টি-২০। ব্যাটিং সহায়ক ম্যাকলিন পার্কে কাল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে। অথচ তামিম ইকবাল, ইমরুল কায়েশ, সাকিব আল হাসান, সাব্বির রহমান যদি শুরুর ৩০ রানের মধ্যে সাজঘরে না ফিরতেন, তাহলে স্কোর বোর্ড আরও সমৃদ্ধ হতো কোনো সন্দেহ নেই। উপরের সারির ব্যাটসম্যানদের এই বাজে ব্যাটিংয়েই হতাশা ঝড়েছে অধিনায়কের কণ্ঠে, ‘৩০ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলায় কোনঠাসা হয়ে পড়ি। সেখান থেকে ঘুরে দাড়ানো সম্ভব হয়নি। তাই বড় স্কোর গড়া সম্ভব হয়নি।’ ভুল কি বলেছেন অধিনায়ক? তামিম ১১, ইমরুল ০, সাব্বির ১৬ ও সাকিব ১৪ রান করেন। মিডল অর্ডারে শুধুমাত্র ৫২ রানের ইনিংস খেলেন মাহমুদুলাহ। সৌম্য সাজঘরে ফিরেন প্রথম বেলই। মোসাদ্দেক খেলেন রানের ইনিংস। শুধু ম্যাকলিন পার্কেই নয়, গোটা ওয়ানডে সিরিজেই ব্যাটসম্যানরা নিজেদের হারিয়ে খুঁজেছেন।

সর্বশেষ খবর