বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সিডনি টেস্ট

রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

সিডনি টেস্টের প্রথম দিনই রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেছেন দুই ওপেনার। ডেভিড ওয়ার্নার ৯৫ বলে খেলেছেন ১১৩ রানের ইনিংস। আরেক ওপেনার ম্যাট রেনশো ১৬৭ রানে অপরাজিত রয়েছেন। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৩৬৫ রান। গতকাল টস জিতে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে থাকে অস্ট্রেলিয়া। পাকিস্তানি বোলারদের ওপর যেন স্টিম রোলার চালিয়েছেন ওয়ার্নার। তিনি ব্যাটিং করেছেন ১১৮.৯৪ স্টাইকরেটে। তার ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ১৭ চারের মার রয়েছে। প্রথম জুটিতে যে ১৫১ রান এসেছিল তার মধ্যে ওয়ার্নারেই ১১৩। তবে ওয়ার্নারের আউটের পর সুবিধা করতে পারেননি আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ন ওসমান খাজা ও অধিনায়ক স্টিভ স্মিথ। তবে তৃতীয় উইকেটে হ্যান্ডসকোবকে নিয়ে ১২১ রানের আরেকটি অপরাজিত জুটি গড়েছেন রেনশো।

সর্বশেষ খবর