বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বেঁচে গেল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

বেঁচে গেল আর্সেনাল

ফরাসি তারকা গিরদের শেষ মুহূর্তের গোলেই ড্র নিয়ে বাড়ি ফিরল আর্সেনাল —এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় বাঁচাই বেঁচে গেল আর্সেনাল। ছয় ম্যাচের রোমাঞ্চকর এক ম্যাচ হলো বর্নমাউথের মাঠে। ৩-০ গোলে পিছিয়ে পড়া আর্সেনাল শিবিরে এক সময় পরাজয়ের ভয়ই দেখা দিয়েছিল। তবে আলেক্সিস সানচেজরা এই ভয় কাটিয়ে উঠেন। দলকে উপহার দেন ৩-৩ গোলের ড্র। অন্তত এক পয়েন্ট নিয়ে বাড়ি ফেরার সুযোগ পায় গানাররা। অবশ্য এ ড্রয়ের ফলে সুযোগ হাতছাড়া হলো আর্সেনালের। ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরেই রয়ে গেল গানাররা। সমান ম্যাচ ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকছে ম্যানসিটি।

প্রতিপক্ষের মাঠ থেকে আরও একবার জিততে না পারার হতাশা নিয়ে ফিরতে হলো আর্সেনালকে। অবশ্য বর্নমাউথের বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়েও শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে হার এড়ানোর স্বস্তিও কোনো অংশে কম নয়। ঘরের মাঠে চার্লি ড্যানিয়েলস ও ক্যালাম উইলসনের গোলে শুরুতেই আধিপত্য বিস্তার করা বর্নমাউথ দ্বিতীয়ার্ধে রায়ান ফ্রেজারের নৈপুণ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। ড্যানিয়েলস ম্যাচের ১৬তম মিনিটেই দলকে এগিয়ে দেন। ২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন উইলসন। ৫৮তম মিনিটে ফ্রেজারের গোল আর্সেনাল শিবিরে পরাজয়ের আতঙ্কই ছড়িয়ে দেয়। অবশ্য তিন গোলে পিছিয়ে পড়লেও পাঁচ মিনিটের ব্যবধানে আলেক্সিস সানচেস ও লুকাজ পেরেসের গোলে ম্যাচে ফেরে আর্সেনাল। আর শেষ দিকে গিরদের গোলে হার এড়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের ফেবারিটরা। ম্যাচের ৭০তম মিনিটে চিলিয়ান তারকা আলেক্সিস সানচেজের গোলে ব্যবধান কমায় আর্সেনাল। পিরেজ ৭৫ মিনিটে গোল করে ৩-২ ব্যবধান করেন। অতিরিক্ত মিনিটে গোল করে দলের পরাজয় রুখে দেন গিরদ। এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে জয় শূন্য থাকলো আর্সেনাল। এর আগে পরপর দুই রাউন্ডে এভারটন ও ম্যানচেস্টার সিটির মাঠে হেরেছিল লন্ডনের ক্লাবটি। অবশ্য গত দুই রাউন্ডে ঘরের মাঠে ঠিকই জিতেছিল ওয়েঙ্গারের দল। গানাররা হারিয়েছিল ওয়েস্ট ব্রমউইচ ও ক্রিস্টাল প্যালেসকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর