শিরোনাম
বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সিডনি টেস্ট

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

সিডনিতে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে গড়া ৫৩৮ রানের জবাবে ভালোই খেলছে পাকিস্তানের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন শেষে সফরকারীরা ২ উইকেটে ১২৬ রান তুলেছে। পাকিস্তান এখনো ৪১২ রানে পিছিয়ে আছে। ব্যাটিং স্বর্গের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এর আগে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৩৮ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এদিন দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন পিটার হ্যান্ডসক। আগের দিন ১৬৭ রানে থাকা রেনশ বিদায় নেন ১৮৪ করে। তাকে বোল্ড করেন ইমরান খান। আর ৪০ রানে দিন শেষ করা কব বিদায় নেন ১১০ রানে।

অনেকেরই ধারণা ছিল এত রানের সামনে পাকিস্তানের ব্যাটসম্যানরা হিমশিম খাবে। ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ ও হ্যান্ডস কবের রানে চাপা পড়ে যাওয়া পাকিস্তান চা বিরতির  আগে হারিয়ে বসে ২ উইকেট। শেষ সেশনে মনে হচ্ছিল আরও উইকেট পড়বে। তা আর হতে দেননি আজহার ও অভিজ্ঞ ইউনুস খান। দুর্দান্ত টাচ অব্যাহত রেখেছেন আজহার। হাফ সেঞ্চুরি তুলে ক্রিজে আছেন ৫৮ রানে। আর সফরে জ্বলে না ওঠা ইউনুসও সঙ্গ দিচ্ছেন তাকে। ফর্মে ফেরার অপেক্ষায় থাকা এই অভিজ্ঞ ক্রিকেটার ক্রিজে আছেন ৬৪ রানে। বিদায় নেওয়া শারজিল খান ও বাবর আজমের দুটি উইকেট নেন হ্যাজন উড।

সর্বশেষ খবর