বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ছুটি কাটিয়ে মাঠে ফিরছে বার্সা

ক্রীড়া ডেস্ক

বড়দিনের দীর্ঘ ছুটি কাটাল লা লিগার দলগুলো। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের তারকারা বেশিরভাগই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো মায়ের জন্মদিন পালন করেছেন। লিওনেল মেসি দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। নেইমার, সুয়ারেজ আর গেরেথ বেলেরাও ছুটি কাটিয়েছেন পরিবারের সঙ্গে। তবে এবার মাঠে নামার পালা। রিয়াল মাদ্রিদ গত রাতেই কোপা দেল রে কাপের ম্যাচ খেলেছে সেভিয়ার সঙ্গে। সান্তিয়াগো বার্নাব্যুর এ ম্যাচে রিয়াল মাদ্রিদের পূর্ণ শক্তির দলই থাকার কথা। বর্তমান সময়ে সেভিয়া নিজেদেরকে কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করেছে। ছুটি শেষ করে আজ মাঠে নামবে বার্সেলোনা। বাস্ক ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবেন মেসিরা। কোপা দেল রে কাপের ম্যাচ দিয়ে বছর শুরু করলেও লা লিগায় মাঠে নামতে দিন কয়েক অপেক্ষা করতে হবে স্প্যানিশ জায়ান্টদের। শনিবার লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বছরের প্রথম ম্যাচে লস ব্ল্যাঙ্কোসরা মুখোমুখি হবে গ্রানাডার। বার্সেলোনা অবশ্য একদিন পর মাঠে নামবে। লা লিগায় বছরের প্রথম ম্যাচে কাতালানরা মুখোমুখি হবে ভিয়ারিয়ালের। অ্যাটলেটিকো মাদ্রিদ শনিবার মাঠে নামবে অ্যাইবারের বিপক্ষে। জিনেদিন জিদান গত বছরটা দারুণ কাটিয়েছেন। জয় করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপও। এ বছরটা কেমন যাবে জিদানের! রিয়াল মাদ্রিদকে এরই মধ্যে তিনি নিয়ে গেছেন লা লিগার শীর্ষে। ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে বার্সেলোনা।

সর্বশেষ খবর