শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আবারও চ্যাম্পিয়ন খুলনা

ক্রীড়া প্রতিবেদক

আবারও চ্যাম্পিয়ন খুলনা

জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ী খুলনা বিভাগ —বাংলাদেশ প্রতিদিন ছবি আবারও চ্যাম্পিয়ন খুলনা ক্রীড়া প্রতিবেদক দুই মূল ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান নেই। দুজনেই এখন ব্যস্ত নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। যদিও দুই তারকা ক্রিকেটার জাতীয় ক্রিকেটে নিয়মিত খেলেন না খুলনার পক্ষে। তারপরও সময় সুযোগ পেলেই খেলেছেন। মাশরাফি ও সাকিব না থাকলেও খুলনায় রয়েছেন জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ ও তুষার ইমরান। এছাড়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটারের সংখ্যাও নিছক কম নয়। এনামুল হক বিজয়, আল আমিন, মোহাম্মদ মিথুন এখনো নিয়মিত ঘোরাফেরা করছেন জাতীয় দলে। এক সময় খেলেছেন জিয়াউর রহমানও। এমন দল নিয়ে শিরোপা জেতা সম্ভব। সেটাই করেছে খুলনা। ওয়ালটন জাতীয় ক্রিকেটে টানা দ্বিতীয়বারের শিরোপা জিতল দলটি এবং সব মিলিয়ে পঞ্চমবার। টানা শিরোপা জিততে দলটি ৩৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা মহানগরীকে। নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে শীতের কুয়াশায় প্রথমে ব্যাট করে চ্যাম্পিয়ন খুলনার সংগ্রহ প্রথম ইনিংসে ২০৭। সর্বোচ্চ ৬২ রান করেন যুগ্ম ম্যাচ সেরা এনামুল হক বিজয়। মহানগরীর পক্ষে ডলার মাহমুদ ৫ উইকেট নেন ৫৩ রানে। ব্যাট করতে নেমে আল আমিন, আশিকুজ্জামান ও রাজ্জাক রাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় মহানগরী। সর্বোচ্চ ৩৮ রান করেন শরীফুল্লাহ। ৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুলনা ৫ উইকেটে ৪২৩ রান তুলে ইনিংস ঘোষণা দেয়। সেঞ্চুরি করেন এনামুল হক বিজয় ১২২ ও বর্ষিয়ান ক্রিকেটার তুষার ইমরান ১৩৮। ৫০৯ রানের টার্গেটে খেলতে নেমে আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ঢাকা মহানগরী। আল আমিন ৪১ রানে নেন ৬ উইকেট। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে যুগ্মভাবে ম্যাচসেরা হন আল আমিন।

দুই মূল ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান নেই। দুজনেই এখন ব্যস্ত নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। যদিও দুই তারকা ক্রিকেটার জাতীয় ক্রিকেটে নিয়মিত খেলেন না খুলনার পক্ষে। তারপরও সময় সুযোগ পেলেই খেলেছেন। মাশরাফি ও সাকিব না থাকলেও খুলনায় রয়েছেন জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ ও তুষার ইমরান। এছাড়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটারের সংখ্যাও নিছক কম নয়। এনামুল হক বিজয়, আল আমিন, মোহাম্মদ মিথুন এখনো নিয়মিত ঘোরাফেরা করছেন জাতীয় দলে। এক সময় খেলেছেন জিয়াউর রহমানও। এমন দল নিয়ে শিরোপা জেতা সম্ভব। সেটাই করেছে খুলনা। ওয়ালটন জাতীয় ক্রিকেটে টানা দ্বিতীয়বারের শিরোপা জিতল দলটি এবং সব মিলিয়ে পঞ্চমবার। টানা শিরোপা জিততে দলটি ৩৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা মহানগরীকে।

নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে শীতের কুয়াশায় প্রথমে ব্যাট করে চ্যাম্পিয়ন খুলনার সংগ্রহ প্রথম ইনিংসে ২০৭। সর্বোচ্চ ৬২ রান করেন যুগ্ম ম্যাচ সেরা এনামুল হক বিজয়। মহানগরীর পক্ষে ডলার মাহমুদ ৫ উইকেট নেন ৫৩ রানে। ব্যাট করতে নেমে আল আমিন, আশিকুজ্জামান ও রাজ্জাক রাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় মহানগরী। সর্বোচ্চ ৩৮ রান করেন শরীফুল্লাহ। ৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুলনা ৫ উইকেটে ৪২৩ রান তুলে ইনিংস ঘোষণা দেয়। সেঞ্চুরি করেন এনামুল হক বিজয় ১২২ ও বর্ষিয়ান ক্রিকেটার তুষার ইমরান ১৩৮। ৫০৯ রানের টার্গেটে খেলতে নেমে আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ঢাকা মহানগরী। আল আমিন ৪১ রানে  নেন ৬ উইকেট। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে যুগ্মভাবে ম্যাচসেরা হন আল আমিন।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর