শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইউনুসের সেঞ্চুরিতেও পিছিয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

ইউনুসের সেঞ্চুরিতেও পিছিয়ে পাকিস্তান

বয়স ৩৯ পেরিয়েছে। এই বয়সে যখন ড্রয়িং রুমে বসে খেলা দেখছেন অন্য ক্রিকেটাররা, তখন ইউনুস খান, মিসবাহ উল হকরা মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন। ইউনিস খানতো আবার রয়েছেন দারুণ ফর্মে। সিডনিতে একাই লড়ছেন মিচেল স্টার্কদের গতির বিপক্ষে। তুলে নিয়েছেন ১১৫ টেস্ট ক্যারিয়ারের ৩৪ নম্বর সেঞ্চুরি। ১৩৬ রানে ব্যাট করতে থাকা ইউনুস আবার গড়েছেন রেকর্ডও। অনন্য উচ্চতায় নিজেকে তুলে নেওয়া ইউনুস সবচেয়ে বেশি ১১টি দেশে টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ১০ টেস্ট খেলুড়ে দেশ ছাড়া বাকি দেশ মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। গতকালের তিন অংকের ম্যাজিক্যাল ইনিংসটির আগে পাকিস্তানের সাবেক অধিনায়কের ভাগীদার ছিলেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। তিনি ১০ দেশে সেঞ্চুরি করেছেন। ইউনুসের রেকর্ডের দিনেও বিপদে রয়েছে পাকিস্তান। স্বাগতিক অস্ট্রেলিয়ার ৫৩৮ রানের জবাবে পাকিস্তান দিন শেষ করেছে ৮ উইকেটে ২৭১ রান। ফলোঅন এড়াতে সফরকারীদের এখনো ৬৮ রান করতে হবে। স্বাগতিকরা পর্বতসমান স্কোর গড়ে তিন সেঞ্চুরিতে। ওপেনার ডেভিড ওয়ার্নার ১১৩, রেনস ১৮৪ ও হ্যান্ডস কপ ১১০ রান করেন। জবাবে পাকিস্তানের পক্ষে একাই লড়াই করা ইউনুস দিন শেষ করেন ১৩৬ রানে অপরাজিত থেকে। সেঞ্চুরির হিসেবে তিনি পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সবার উপরে। সেঞ্চুরির তালিকায় ছয়ে। ৫১ সেঞ্চুরি করে সবার ওপরে ভারতের শচীন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ৪৫, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৪১, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৩৮ ও ভারতের রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরির সংখ্যা ৩৬।

সর্বশেষ খবর