শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উয়েফা একাদশে মেসি-রোনালদো

ক্রীড়া ডেস্ক

উয়েফা একাদশে মেসি-রোনালদো

উয়েফার বর্ষসেরা একাদশে প্রত্যাশিতভাবেই আছেন ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও। ২০১৬ সালের উয়েফা বর্ষসেরার তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে স্থান পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা অ্যান্টোনিও গ্রিজম্যান। তবে গত মৌসুমে ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ এ তালিকায় নেই। ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনার লা লিগা ও কোপা দেল রে জয়ে অন্যতম ভূমিকা রাখা ব্রাজিলিয়ান তারকা নেইমারও নেই উয়েফার বর্ষসেরা দলে। উয়েফা ডটকমে ফুটবলপ্রেমীদের ভোটে প্রতি বছর বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। এবারের বর্ষসেরার তালিকায় সবচেয়ে বেশি ফুটবলার রিয়াল মাদ্রিদের। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও এ তালিকায় রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা সার্জিও রামোস, ক্রোয়েশিয়ান লুকা মডরিচ ও জার্মানির টনি ক্রুজ স্থান পেয়েছেন। বার্সেলোনার তিনজন তারকা স্থান পেয়েছেন এ তালিকায়। মেসি ছাড়াও আছেন স্প্যানিয়ার্ড আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকে। জুভেন্টাস থেকে এ দলে আছেন গোলরক্ষক জিয়ানলুইগি বুফন ও লিওনার্দো বোনুচ্চি। এ ছাড়া একজন করে ফুটবলার এই দলে স্থান পেয়েছেন বায়ার্ন মিউনিখ (জেরোমি বোয়েটাং) ও অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যান্টোনিও গ্রিজম্যান) থেকে।

সর্বশেষ খবর