শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাহমুদুল্লাহর ওভারে ২৮ রান!

ক্রীড়া প্রতিবেদক

২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে টানা ৬ ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। ওভারে ছয় ছক্কা মারার আরও রেকর্ড রয়েছে। গতকাল মাউন্ট মানগুনাইয়ের বে ওভালে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন ‘সেঞ্চুরিম্যান’ কলিন মুনরো। ৫৪ বলে ১০১ রানের ইনিংস খেলা মুনরো মাহমুদুল্লাহর ওভারে ৩ ছক্কা ও ২ চারে নিয়েছেন ২৮ রান! অবশ্য টি-২০ ক্রিকেটে এক ওভারে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার রুবেল হোসেন। ২০১২ সালে লেন্ডল সিমন্স-মারলন স্যামুয়েলস জুটি ২৯ রান নিয়েছিলেন পেসারের এক ওভারে। ওয়ানডে ক্রিকেটে বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়র দিয়েছিলেন ২৮ রান। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন মাহমুদুল্লাহ। রান দেন মাত্র ৪ রান। তাই আস্থা রাখেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের ১৩ নম্বর ওভারে ফের বোলিংয়ে আনেন মাহমুদুল্লাহকে। প্রথম বলেই ছক্কা মারেন মুনরো। পরের বলে ২ রান এবং শেষ চার বলে আরও বিধ্বংসী হয়ে উঠেন মুনরো। ৬, ৪, ৪ ও ৬ মেরে সব মিলিয়ে ওভারে তুলে নেন ২৮ রান। শুধু মাহমুদুল্লাহই নন, আগের ওভারে সাকিব দেন ১৫ ও মোসাদ্দেক হোসেন সৈকত দেন ১৫ রান। সব মিলিয়ে মুনরোর বিধ্বংসী বোলিংয়ে ২০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৯৫ রান। জবাবে বাংলাদেশের সংগ্রহ ১৮.১ ওভারে ১৪৮ রান। আগামীকাল সিরিজের শেষ টি-২০।

সর্বশেষ খবর