রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সেই চেনা ছন্দে নেই মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

শেষ টি-২০ আজ। সিরিজ নির্ধারণে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারছেন না ম্যাচটি। তারপরও ওয়ানডের পর টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ এটা মাশরাফিদের। ওয়েলিংটনে প্রথম টেস্ট খেলতে নামার আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও ম্যাচ এটা। মাউন্ট মানগুনাইয়ে সিরিজের তৃতীয় ম্যাচটিতে বাড়তি কোনো চাপ না থাকে. সেজন্য ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয় গতকাল। তবে ঐচ্ছিক ছুটি ছিল। এতে চার-পাঁচ ক্রিকেটার অনুশীলন করেন। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা তাসকিন আহমেদ কাল অনুশীলন করেছেন লাল বলে। আজ খেলবেন না বলে অনুশীলন করেননি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। দুটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলেছেন। কিন্তু সেই ধার ছিল না তার বোলিংয়ে। যদিও দলের সেরা পারফরমারদের একজন। কিন্তু তার কাছ থেকে দলের চাওয়া আরও বেশি। সেই চাপটাই কি নিতে পারছেন না? না, ছন্দ হারিয়ে ফেলেছেন? কিংবা ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় আত্মবিশ্বাসে ঘাটতি রয়েছে? কাউন্টি ক্রিকেট খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজ। অস্ত্রোপচার করে ফিরেছেন ছয় মাস পর। ইনজুরি থেকে সেরে জাতীয় দলের হয়ে প্রথম খেলতে নামেন নিউজিল্যান্ড সফরে। দীর্ঘ সময় না খেলার ধকলটা কাটিয়ে উঠতে পারেননি কাটার মাস্টার। তাই ছন্দহীন মনে হয়েছে বোলিংয়ে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ৬২ রানে এবং নেলসনে ২টি করে উইকেট নেন। নেপিয়ারে ২১ রানে ১ উইকেট এবং মাউন্ট মানগুনাইয়ে ৩০ রানে ছিল উইকেট শূন্য। চার ম্যাচে তার উইকেট সংখ্যা ৫টি। যা মুস্তাফিজের নামের সঙ্গে মিলানো যায় না! আজ খেলবেন না তৃতীয় টি-২০ এবং নেই ওয়েলিংটনের প্রথম টেস্টেও। গতকাল টিম ম্যানেজমেন্ট আলোচনা করেন মুস্তাফিজের সঙ্গে। আলোচনায় কি কথা হয়েছে, সে বিষয়ে মুখ খুলেননি কেউ। তবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন পর খেলতে এসে এখনো ছন্দ ফিরে পাননি।

সর্বশেষ খবর