সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
টেস্ট ক্রিকেট

বাংলাদেশের আটে ওঠার হাতছানি

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করেছে সেখানে শীর্ষে রয়েছে ভারত। বিরাট কোহলির দলের সংগ্রহ ১২০। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার সঞ্চয় ১০৯। ওই সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান নেমে গেছে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে। পাঁচ পয়েন্ট খুইয়ে মিসবাহ-উল-হকদের দলের ভাণ্ডারে জমা আছে ৯৭ পয়েন্ট। পাকিস্তানের অবনতিতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের। ১০২ পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের অবস্থান তৃতীয়। মাত্র ১ পয়েন্ট পিছিয়ে ইংল্যান্ড আছে চার নম্বরে।

টেস্টে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন ঘটেনি।

৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই আছে। বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের সংগ্রহ ৬৯। এই অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে মুশফিকদের সামনে রয়েছে র‌্যাঙ্কিংয়ে আটে ওঠার হাতছানি। দুই ম্যাচ জিতলে তো কথাই নেই। আর তা না হলেও এক ধাপ ওপরে ওঠার সুযোগ রয়েছে টাইগারদের। এই সিরিজে দুই টেস্ট ড্র করলেও চলবে।

সর্বশেষ খবর