সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নিউজিল্যান্ডের উইকেট কি পেসারদের মৃত্যুফাঁদ?

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের উইকেট নাকি পেসারদের জন্য স্বর্গ। পাকিস্তানের বিরুদ্ধে আগের সিরিজেই দাপট দেখিয়েছেন পেসাররা। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আমূল বদলে ফেলা হয়েছে উইকেট। পেসাররা কোনো সুবিধাই পাচ্ছেন না উইকেট থেকে। টি-২০ সিরিজের শেষ ম্যাচে গতকাল বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ওভার প্রতি ১২-র বেশি রান দিয়েছেন। তাসকিন আহমেদও ৪ ওভারে দিয়েছেন ৩৭ রান। রুবেল অবশ্য কিছুটা ভালো করেছেন। চার ওভারে ৩১ রান দিলেও নিয়েছেন তিন উইকেট। শুধু যে বাংলাদেশের পেসাররাই খারাপ করেছেন তা নয়। নিউজিল্যান্ডের সেরা বোলার তথা বর্তমানে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বোলার ট্রেন্ট বোল্টও গতকাল ওভার প্রতি ১২ করে রান দিয়েছেন। টেস্টেও কি তবে নিউজিল্যান্ডের উইকেট পেসারদের জন্য মৃত্যুফাঁদ হবে?

টেস্টে তিন পেসার নিয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

সর্বশেষ খবর