সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হায়দরাবাদে বাংলাদেশ-ভারত টেস্ট অনিশ্চিত

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ ২০০০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এরপর দুই দেশ গত ১৬ বছরে ৭টি টেস্ট খেলেছে। সব মিলিয়ে দুই দেশ টেস্ট খেলেছে ৮টি এবং সবগুলোই বাংলাদেশের মাটিতে। অথচ ভারত ছাড়া সবগুলো দেশেই টেস্ট খেলার স্বাদ নিয়েছে টাইগাররা। এবার সুযোগ এসেছে ভারতের মাটিতে টেস্ট খেলার। ৮-১২ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদে টেস্টটি হওয়ার কথা। কিন্তু গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে টেস্টটি আয়োজনে অপারগতা প্রকাশ করেছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। আয়োজক হওয়ার নাম প্রত্যাহার করে নেওয়ার কারণ হিসেবে হায়দাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আর্থিক ফান্ডের কথা। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরুতে চেয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে খেলাটি। কিন্তু সে সময় বৃষ্টির কথা মাথায় রেখে বিসিসিআই হায়দরাবাদের উপল গ্রাউন্ডকে চূড়ান্ত করেছিল। তবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে জন মেজর প্রতিবাদ জানিয়ে বলেছেন, হায়দরাবাদ টেস্ট আয়োজন করতে প্রস্তুত। অযথা গুঞ্জন ছড়ানো হচ্ছে।

সর্বশেষ খবর