মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিধি নিষেধ আসছে মুস্তাফিজের ওপর!

ক্রীড়া প্রতিবেদক

বিধি নিষেধ আসছে মুস্তাফিজের ওপর!

মুস্তাফিজুর রহমান কি পুরোপুরি ফিট? বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন। কেউ বলছেন, পুরোপুরি সুস্থ না হওয়ার পরও মুস্তাফিজকে নিউজিল্যান্ড নিয়ে যাওয়া ঠিক হয়নি। কারও মতে, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নেওয়ার মতো পুরোপুরি ফিট নন কাটার মাস্টার। তাই নিউজিল্যান্ড সফরে দুটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলেছেন। ১২-১৬ জানুয়ারি শুরু ওয়েলিংটন টেস্টে নেই। এমন কন্ডিশন যখন মুস্তাফিজের, তখন বিসিবি সভাপতি স্পষ্ট করেই জানিয়েছেন, শতভাগ ফিট না হলে মুস্তাফিজকে আইপিএলসহ অন্য কোনো বিদেশি লিগে খেলতে দেওয়া হবে না।

মুস্তাফিজ গত আসরে আইপিএলে চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ দলে খেলেন। অসাধারণ ক্রিকেট খেলে নজর কাড়েন ক্রিকেট বিশ্বের। আইপিএলের ইমার্জিং টাইগারের পুরস্কার পান। অবশ্য পরে আইসিসির ইমার্জিং টাইগারের পুরস্কারও জিতে নেন। আইপিএলের পারফরম্যান্সে উদ্বুদ্ধ হয়ে কাউন্টি দল সাসেক্স তাকে দলভুক্ত করে। সেখানে একটি ম্যাচও খেলেন। আরেকটি ম্যাচ খেলার সময় কাঁধে ব্যথা পান। সেটাই তাকে মাঠ থেকে ছিটকে দেয় ছয় মাসের জন্য। তবে কাঁধের অস্ত্রোপচারের জন্যই দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। এখন অবশ্য ফিট হয়ে নিউজিল্যান্ডে অবস্থান করছেন দলের সঙ্গে। তবে টেস্ট সিরিজ না খেলার সম্ভাবনাই বেশি। মুস্তাফিজের ভবিষ্যৎ চিন্তা করেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজ অফিসে বলেন, ‘মুস্তাফিজ যদি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকে তাহলে এক শতাংশ ঝুঁকিও নেবে না বিসিবি। যদি শারীরিক ফিটনেস শতভাগ ভালো না থাকে এবং আমরা যদি নিশ্চিত না হই যে ও পুরোপুরি সুস্থ, তাহলে কোনো ঝুঁকিই নেব না।’ আইপিএলের বিষয়ে বলেন, ‘আইপিএলের বিষয়ে বোর্ডের একটা হ্যাঁ-না থাকেই। এনওসিরও বিষয় থাকে। আইপিএল খেলতে পারা একজন খেলোয়াড়ের জন্য অনেক। এখানে অর্থকড়ির বিষয় আছে। তাই সবকিছুই ভাবতে হবে আমাদের।’

সর্বশেষ খবর