বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ফিফা বর্ষসেরা পুরস্কার

এক লিগ জিতেই বাজিমাত রেনেরির

এক লিগ জিতেই বাজিমাত রেনেরির

একদিকে রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর ফিফা ক্লাব বিশ্বকাপ জেতানো কোচ সাবেক ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। অন্যদিকে পর্তুগালকে প্রথমবারের মতো উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো কোচ ফার্নান্দো সান্তোস। লিস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো ইতালিয়ান কোচ ক্লাউডিও রেনেরির জন্য ফিফার বর্ষসেরা কোচ হওয়াটা তারপরও যেন নিশ্চিতই ছিল। রিয়াল মাদ্রিদের মতো দল নিয়ে বিশ্ব জয় করা সহজই। পর্তুগালকে নিয়েও জয় করা যায় অনেক কিছু। কিন্তু লিস্টার সিটির মতো অখ্যাত দল নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো কঠিন লিগ জেতা! এ যে প্রায় রূপকথার গল্পের মতো! ম্যানইউ, ম্যানসিটি, চেলসি, আর্সেনাল আর লিভারপুলের মতো বিশ্বসেরা ক্লাবগুলোর সঙ্গে লড়াই করে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেই যেন ফিফার বর্ষসেরা কোচের পুরস্কারটা নিজের করে নিয়েছিলেন রেনেরি। সোমবার জুরিখে কেবল তার স্বীকৃতি পেলেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডের জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বর্ষসেরা কোচ হিসেবে রেনেরির নাম ঘোষণা করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক কোচ দিয়েগো ম্যারাডোনা।

সর্বশেষ খবর