বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ফিফা বর্ষসেরা পুরস্কার

ইতিহাস গড়লেন সুবরি

ইতিহাস গড়লেন সুবরি

গত ফেব্রুয়ারিতে মালয়েশিয়ান সুপার লিগে পেনাং এফএ’র হয়ে দারুণ একটা গোল করেছিলেন ফ্রি কিক থেকে। তার গোলটা ১৯৯৭ সালে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোসের করা গোলের কথা মনে করিয়ে দিয়েছিল। লম্বা শট অনেকটা ঘুরপথে গোলের ঠিকানা খুঁজে পেয়েছিল। দর্শনীয় এ গোল ফিফা ওয়েবসাইটে সারা বিশ্ব থেকে ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে বছরের সেরা গোল নির্বাচিত হয়েছে। জয় করে নিয়েছে ফিফা পুসকাস ট্রফি। এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে এ পুরস্কার জয় করে ইতিহাস গড়লেন মালয়েশিয়ার মিডফিল্ডার মোহাম্মদ ফাইজ সুবরি। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডের জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ফিফা ডটকমে ফুটবলপ্রেমীদের দেওয়া ভোটে সেরা হওয়া ফাইজ সুবরির নাম ঘোষণা করেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোনাল্ডো। মালয়েশিয়া সুপার লিগে পেহাংয়ের বিপক্ষে পেনাংয়ের এই মিডফিল্ডারের অনেক দূর থেকে নেওয়া ডান পায়ের শটটি হঠাৎ ডান দিকে অনেকখানি বাঁক খেয়ে দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ায়।  এই গোলই তাকে পুসকাস অ্যাওয়ার্ড এনে দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর