বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিশ্বকাপে চূড়ান্ত পর্বে ৪৮ দেশ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে চূড়ান্ত পর্বে ৪৮ দেশ

বিশ্বকাপ ফুটবল ফরম্যাটে পরিবর্তন আনা হচ্ছে। ৩২ দলের পরিবর্তে চূড়ান্ত পর্বে ৪৮টি দেশ অংশ নেবে। গতকাল জুরিখে ফিফার কার্যনির্বাহী কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ৩২টি দেশই খেলবে। ১৯৯৮ আসর থেকে চূড়ান্ত পর্বে ৩২টি দেশ অংশ নিচ্ছে। ৪৮টি দেশ খেলবে ২০২৬ সালে। বর্তমান ফরম্যাটে চার দলকে নিয়ে একটি করে গ্রুপ পর্ব। মোট ৮টি গ্রুপে খেলা চলে। ২০২৬ সালে হবে তিন দলের একটি করে গ্রুপ। গ্রুপের সংখ্যা দাঁড়াবে ১৬টি। গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল। গ্রুপসেরা দুটি দল উঠবে নক আউট পর্বে। ৩২টি দলকে নিয়ে হবে প্রথম নকআউট পর্ব। এখন যেটি হবে ১৬ দলের। ফিফা সভাপতি জিয়ান্নি ইন ফান্তিনো দায়িত্ব নেওয়ার পর এটিই বড় সিদ্ধান্ত। ইন ফান্তিনোর নির্বাচনী ইশতেহারেও সবচেয়ে গুরুত্ব পেয়েছিল এই বিষয়টি।

সর্বশেষ খবর