বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ওয়ার্ল্ড হকি লিগ

বিকেএসপিতে আবাসিক ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এর ফলে চলতি বছরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছেন জিমিরা। ৩২ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তার আগে মার্চে জাতীয় দলকে খেলতে হবে ওয়ার্ল্ড হকির লিগের ২ আসর। মার্চে মওলানা ভাসানী স্টেডিয়ামে এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বের লড়াই হবে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও কানাডা, মিসর, ঘানা, ফিজি, ওমান ও চীন অংশ নেবে।

ওয়ার্ল্ড হকি লিগের প্রস্তুতি হিসেবে হকি ফেডারেশন ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। টুর্নামেন্টের এক সপ্তাহ আগে ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা হবে। মাহবুব হারুনের অধীনে বিকেএসপিতে ক্যাম্প চলবে। ফেডারেশনের সঙ্গে চুক্তি হওয়ার পর হেড কোচ হিসেবে ক্যাম্পে যোগ দেবেন অলিভার কার্টেজ। দক্ষিণ আফ্রিকাতেও হকি দলের প্রস্তুতি হতে পারে। এএইচএফ কাপের জন্য এর আগে হকি দল জার্মানি, পোলান্ড ও অস্ট্রিয়ায় প্রশিক্ষণ করেছিল।

সর্বশেষ খবর