বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিকেএসপিতেই হকির ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

বিকেএসপিতেই হকির ক্যাম্প

মার্চে ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ। বাংলাদেশসহ ৮টি দেশ প্রাথমিকপর্বে লড়বে। হাতে সময় নেই, তাই ২৮ জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে বাছাই করে বিকেএসপিতে মঙ্গলবার থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হতে পারেনি। খেলোয়াড়রা রিপোর্ট করলেও বিকেএসপি থেকে ফিরে আসতে হয়েছে। কারণ হকি ফেডারেশন আগের অর্থ পরিশোধ করেনি। বিকেএসপিতে ক্যাম্প খুললে ফেডারেশনকে অর্থ দিতে হয়। বিকেএসপি থেকে হকি খেলোয়াড়রা ফিরে আসায় ওয়ার্ল্ড হকির অনুশীলন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ধারণা করা হচ্ছিল মওলানা ভাসানী স্টেডিয়ামেই ক্যাম্প চলবে। তবে আবাসনে সমস্যা থাকায় এখানেই বা এত খেলোয়াড় নিয়ে অনুশীলন হয় কীভাবে? যাক সব সমস্যার অবসান হয়েছে। সাভার বিকেএসপিতেই আজ ক্যাম্প শুরু হবে। গতকাল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক জানালেন, বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ক্যাম্প চালাতে আর কোনো বাধা থাকছে না। প্রশ্ন হচ্ছে অনুশীলনে কোচের দায়িত্ব পালন করবেন কে? এএইচ কাপে বাংলাদেশের মূল কোচ ছিলেন জার্মানির অলিভার কার্টেজ। কিন্তু ফেডারেশনের সঙ্গে চুক্তি না করেই তিনি দায়িত্ব পালন করেন। নির্বাহী কমিটির কর্মকর্তারা তা মেনে নিতে পারেনি। নির্বাচক কমিটির সদস্য আরিফুল হক প্রিন্স জানান, গতকাল কার্টেজ ঢাকায় আসেন। এ ব্যাপারে সাদেক বলেন, অলিভার কার্টেজ ঢাকায় এসেছেন কিনা তা তিনি জানেন না। আসলেও আগে ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে হবে। এছাড়া কোনোভাবে কোচের দায়িত্ব পালন করতে পারবেন না। জানা গেছে, এই সমস্যাও কেটে যাচ্ছে। আজই ফেডারেশনের সঙ্গে কার্টেজের চুক্তি হতে পারে। যদি না হয় মাহবুব হারুনই কোচের দায়িত্ব পালন করবে। ওয়ার্ল্ড হকি লিগে মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। যদি না হয় মালয়েশিয়া বা ভারতের বিপক্ষে খেলবে। চলতি বছরটা বাংলাদেশের হকির জন্য বেশ গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড লিগ ছাড়াও এশিয়া কাপ চূড়ান্ত পর্বে খেলবে। ৩২ বছর পর ঢাকায় এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এতে হকি নিয়ে ক্রীড়ামোদীদের আগ্রহ থাকবে অন্যরকম। গত বছর অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের যুবারা রানার্সআপ হয়। এএইচ কাপে অপরাজিত শিরোপা জিতে জাতীয় দল। উজ্জীবিত বাংলাদেশ সামনে আরও দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করবে এটাই ক্রীড়ামোদীদের প্রত্যাশা।

সর্বশেষ খবর