শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এমএসএনের গোলে শেষ আটে বার্সা

কোপা দেল রে কাপ

ক্রীড়া ডেস্ক

এমএসএনের গোলে শেষ আটে বার্সা

গোল করার পর মেসিকে অভিনন্দন জানাতে ছুটে এলেন নেইমার

জুরিখে ফিফার অনুষ্ঠানে যায়নি বার্সেলোনা। এই নিয়ে সমালোচনা কম হয়নি। এমনকি দিয়েগো ম্যারাডোনাও সমালোচনা করেছেন মেসিদের। তবে বার্সেলোনার কাছে সবার আগে নিজেদের ফুটবল। কোপা দেল রে কাপের ম্যাচ ছিল। এই ম্যাচের প্রস্তুতি নেওয়ার জন্যই তারা ফিফার অনুষ্ঠানে যায়নি। অন্য কোনো কারণ ছিল না। বার্সেলোনার এমন ব্যাখ্যা কেউ মেনে নেয়নি। তবে বার্সেলোনা ঠিকই নিজেদের সঠিক প্রমাণ করেছে। ফিফার অনুষ্ঠানে যোগ না দিয়ে প্রস্তুতিটা ভালোভাবেই নিয়েছিল কাতালানরা। বুধবার কোপা দেল রে কাপে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে এর প্রমাণ দিয়েছেন মেসিরা। দলের পক্ষে একটি করে গোল করেছেন মেসি, নেইমার ও সুয়ারেজ।

লুইস সুয়ারেজের চেনা ক্ষিপ্রতা, নেইমারের জাদুকরি ফুটবল আর শেষ দিকে আবারও লিওনেল মেসির অসাধারণ ফ্রি কিক। এমএসএন ত্রয়ীর এমন দাপুটে পারফরম্যান্সে বার্সেলোনা কোপা দেল রে কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পেল প্রত্যাশিত জয়। আথলেটিক বিলবাওকে হারিয়ে কোপা দেল রের শেষ আট নিশ্চিত করেছে লুইস এনরিকের শিষ্যরা। ক্যাম্প ন্যুতে শেষ ষোলোর ফিরতি লেগে বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল কাতালানরা। প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে বড় ব্যবধানের জয়ই কেবল কাতালানদের কোপা দেল রে কাপের শেষ আট নিশ্চিত করতে পারত। মেসি-নেইমার-সুয়ারেজরা ঠিক সেই কাজটাই করলেন। ম্যাচের ৩৫তম মিনিটে সুয়ারেজের দারুণ এক গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মেসি-নেইমার ছিলেন এই গোলের শিল্পী। এরপর ৪৮তম মিনিটে পেনাল্টিতে গোল করে বার্সাকে ২-০ গোলে এগিয়ে দেন নেইমার। তবে স্যাবোরিত ৫১তম মিনিটে গোল করে অ্যাথলেটিক বিলবাওয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন। বার্সেলোনার শেষ আট ঝুঁকির মধ্যেই ছিল। তবে লিওনেল মেসি আবারও বার্সার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন। ফ্রি কিক থেকে ৭৯তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। নিশ্চিত করেন কোপা দেল রে কাপের কোয়ার্টার ফাইনালও। এ জয়ের পর লুইস এনরিকে বলেছেন, ‘আমি আমাদের ফুটবলারদের নিয়ে গর্বিত। তারা যা করছে তা সত্যিই অসাধারণ।’ বছরের প্রথম জয় পেল বার্সেলোনা। এর আগে অ্যাথলেটিকের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। ভিয়ারিয়ালের সঙ্গে করেছিল ১-১ গোলে ড্র। দেখা যাক এ জয়যাত্রা কতদিন ধরে রাখতে পারে বার্সেলোনা!

সর্বশেষ খবর