শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ড্র করেও রিয়ালের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ড্র করেও রিয়ালের রেকর্ড

গোলের পর দর্শকদের উল্লাস কান পেতে শুনছেন সার্জিও রামোস —এএফপি

গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩৯ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল মেসিদের বার্সেলোনা। চলতি মৌসুমে রেকর্ডটা ভেঙে দিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। গত বৃহস্পতিবার কোপা দেল রে কাপের ম্যাচে সেভিয়ার বিপক্ষে হারতে হারতেও ৩-৩ গোলের ড্র করেছে জিদানের শিষ্যরা। অবশ্য এই ড্রতেই রেকর্ড হয়ে গেছে। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৪০ ম্যাচ অপরাজিত লস ব্ল্যাঙ্কোসরা।

বৃহস্পতিবার সেভিয়ার মাঠে বেশ বিপদেই পড়েছিল রিয়াল মাদ্রিদ। রোনালদো আর লুকা মডরিচরা ছিলেন না ম্যাচে। লস ব্ল্যাঙ্কোসদের ওপর শুরু থেকেই হামলে পড়ে সেভিয়া। প্রতিপক্ষের চাপ সামলাতে ব্যর্থ হয়ে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ড্যানিলো আত্মঘাতী গোল করে এগিয়ে দেন সেভিয়াকে। অবশ্য ড্যানিলোর ভুল শুধরে দেন আসেনসিও। ম্যাচের ৪৮ মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান তিনি। তবে সেভিয়ার জয়টা ছিল সময়ের ব্যাপার মাত্র। জুভেটিক ৫৪ মিনিটে ও ইবোরা ৭৭ মিনিটে সেভিয়াকে ৩-১ গোলে এগিয়ে দেন। রামোস ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও রিয়ালের পরাজয়টা ছিল সেকেন্ডের দূরত্বে। এরই মধ্যে রিয়ালের পরাজয়-ভাগ্য বদলে দেন ফরাসি তারকা করিম বেনজেমা। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে পরাজয়ের খাদ থেকে টেনে তুলেন এ ফরাসি তারকা। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোপা দেল রে কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। শেষ আটে লস ব্ল্যাঙ্কোসরা সেল্টা ভিগোর মুখোমুখি হচ্ছে। এ ছাড়া কোপা দেল রে কাপের শেষ আটে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল সুসিদাদ, অ্যাটলেটিকো মাদ্রিদ-অ্যাইবার এবং অ্যালকরকন-অ্যালাভেস। শেষ আটের প্রথম লেগে ১৮ জানুয়ারি এবং দ্বিতীয় লেগ ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর