শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কনফেডারেশনস কাপ জিততে চান রোনালদো

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেই ফিফা কনফেডারেশনস কাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল পর্তুগাল। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন রোনালদোরা। ইউরো কাপ জয়ের পর এবার ফিফা কনফেডারেশনস কাপও জয় করতে চান এ রিয়াল মাদ্রিদ তারকা।

ইউরো চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার কনফেডারেশনস কাপে খেলার যোগ্যতা অর্জন করা পর্তুগাল আছে টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য তিন দল স্বাগতিক রাশিয়া, নিউজিল্যান্ড ও মেক্সিকো।

পর্তুগাল হয় তো সহজেই গ্রুপ পর্বের বাধা পাড়ি  দেবে। তবে সেমিফাইনাল এবং ফাইনালে তাদের জার্মানি আর চিলির মতো দুরন্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদো অবশ্য এসব বিষয় জানেন। ফিফা কনফেডারেশনস কাপে প্রত্যাশা নিয়ে ফিফা ডটকমকে রোনালদো বলেন, ‘এই প্রথম পর্তুগাল কনফেডারেশনস কাপ ট্রফিতে লড়বে। দারুণ হবে ব্যাপারটি। অবশ্যই, এই ট্রফি জেতা একটি স্বপ্ন। যদিও আমরা জানি, কিছু শক্তিশালী দল থাকায় (লড়াইটা) অনেক কঠিন হবে। কিন্তু ফুটবলে সবকিছুই সম্ভব।’

সর্বশেষ খবর