রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাকিব বন্দনায় বিশ্ব মিডিয়া

ক্রীড়া ডেস্ক

সাকিব বন্দনায় বিশ্ব মিডিয়া

সাকিব আল হাসানের দুরন্ত ব্যাটিং নিউজিল্যান্ডের বৈরী পরিবেশে টাইগারদের হারানো সম্মান ফিরিয়ে দিয়েছে। কেবল তাই নয়, নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে ও টি-২০ সিরিজে বাজেভাবে হেরে যাওয়া দলটা এবার মাথা তুলেও দাঁড়িয়েছে। বাংলাদেশের এ অর্জন এখন বিশ্ব মিডিয়ার আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। সাকিব আল হাসানের দুরন্ত ব্যাটিংয়ের প্রশংসা করছে নিউজিল্যান্ডের মিডিয়াগুলোও। এছাড়াও ভারতীয়, ব্রিটিশ আর অস্ট্রেলিয়ান মিডিয়াতেও সাকিবদের বন্দনা হয়েছে বেশ ফলাও করে।

নিউজিল্যান্ডের হেরাল্ড পত্রিকা বিশাল সংবাদ ছেপেছে সাকিবদের নিয়ে। তাদের ভাষায় বাংলাদেশ নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। পত্রিকাটি টাইগারদের নিয়ে লিখেছে, ‘তাদের মধ্যে আগুন আছে যা তারা দেখাতে চায়।’ নিউজিল্যান্ডের পত্রিকাই কেবল নয় বিশ্ব জুড়েই চলছে সাকিবদের বন্দনা। বিবিসি লিখেছে, সাকিব-মুশফিক মিলে নিউজিল্যান্ডে রেকর্ড ভেঙেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কখনো টেস্ট জিতেনি। বিবিসি বাংলাদেশের জয়ের ব্যাপারে ইতিবাচক সংবাদ ছেপেছে। ভারতীয় জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার লিখেছে, ওয়েলিংটনে ব্যাঘ্র গর্জন। সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের যুগলবন্দীতে ওয়েলিংটনে দ্বিতীয় দিনের শেষেই চালকের আসনে বাংলাদেশ। আনন্দবাজার দাবি করেছে, অবশেষে যেন খোলস ছেড়ে বেরল বাংলাদেশ। সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের ভূয়সী প্রশংসাও করেছে ভারতীয় মিডিয়া। ক্রিকেটের বিখ্যাত ওয়েবসাইট ক্রিকইনফো সাকিব-মুশফিকদের ব্যাটিং বন্দনা করেছে উদারতার সঙ্গেই।

সর্বশেষ খবর