রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
দ্বিতীয় ওয়ানডে

জেতা ম্যাচে হার রুমানাদের

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লড়াইয়ের ধারে কাছে যেতে পারেনি বাংলাদেশ। হারের ব্যবধান ছিল বিরাট। কিন্তু গতকাল জেতা ম্যাচ হেরে গেল শুধু তাড়াহুড়া করতে যেয়ে। হারলো ১৭ রানে। সেটা কথা নয়। কিন্তু এমন ম্যাচ হার, শুধু ইচ্ছাকৃতই সম্ভব। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ।

টার্গেট ২২৪ রান। ওভারে প্রতি সাড়ে ৪ রানের সামান্য ওপরে। ৪৩ রানে ২ উইকেট হারানোর স্বপ্ন দেখানো জুটি গড়েন শারমীন আক্তার ও অধিনায়ক রুমানা আহমেদ। তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১২৭ রান। যা বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেট জুটিতে রেকর্ড। ওপেনার শারমীন ক্যারিয়ার  সেরা ৭৪ রান করেন ১২৭ রানে। তাতে ছিল ১০টি বাউন্ডারি। রুমানা ৬৮ রানের ইনিংস খেলেন ৯৫ বলে ৫ চারে। দুজনের গড়ে দেওয়া জুটিতে বাংলাদেশের জয়ের জন্য শেষ ১০ ওভারে দরকার দাঁড়ায় ৬৮ রান। হাতে ছিল ৮ উইকেট। কিন্তু বাকি ব্যাটসম্যানরা সেটা করতে পারেনি। শেষ পর্যন্ত ৫০ ওভারে বাংলাদেশ মহিলা দলের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২০৬। এর আগে সফরকারীরা লির ৭০, ও স্টেইনের ৬৬ রানে ভর করে ৪৯ ওভারে ২২৩ রান করে। স্বাগতিকদের পক্ষে খাদিজাতুল কুবরা ৪ উইকেট নেন ৫৬ রানে।

সর্বশেষ খবর