সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জয়ের স্বপ্ন দেখছেন লাথাম

ক্রীড়া ডেস্ক

জয়ের স্বপ্ন দেখছেন লাথাম

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজ টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ৬৬ রান করেছে বাংলাদেশ। টাইগারদের প্রথম ইনিংসে করা ৫৯৫ রানের জবাবে নিউজিল্যান্ড ৫৩৯ রান করেছিল। সেঞ্চুরি করেছিলেন লাথাম (১৭৭)। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে তাড়াতাড়ি উইকেট হারানোর পর লাথাম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন।

লাথাম বলেন, ‘ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডের উইকেটটি এখনো পুরোদস্তুর ব্যাটিং উইকেট। টেস্টের শেষ দিনে এখানে মজার কিছু ঘটতে পারে।’ ম্যাচে কিউইরা দারুণভাবে ফিরে এসেছে দাবি করে ল্যাথাম বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ৫৩৯ রান করেছি। বাংলাদেশ দলের লিড এখন মাত্র ১২২। এর মধ্যে আমরা তাদের কয়েকটি উইকেট ফেলে দিয়েছি। এটাকে আমরা আমাদের দারুণভাবে ফিরে আসাই বলব। আমরা পাকিস্তান দলের বিরুদ্ধেও টেস্টের পঞ্চম দিনে দারুণ সাফল্য পেয়েছি।’ শেষ দিনে কিউইদের লক্ষ্যের কথা বলতে গিয়ে লাথাম বলেন, ‘সোমবার (আজ) সকালে আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের তাড়াতাড়ি কিছু উইকেট ফেলে দিয়ে তাদেরকে চাপের মধ্যে ফেলা। আজ (গতকাল) রাতে আরও পরিকল্পনা করে কাল সকালে আমরা সেই কাজটাই করব।’ প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে নিউজিল্যান্ডের অহঙ্কারে দারুণ আঘাত করেছিল বাংলাদেশ। কিন্তু কিউইরাও দারুণভাবে ফিরে এসেছে। প্রথম ইনিংসে তারাও কম করেনি। কিন্তু ওয়েলিংটনে শেষদিন কি হতে যাচ্ছে! লাথামরা কি সত্যিই লক্ষ্যপূরণ করবে! নাকি টাইগাররা দারুণ কিছু করে দেখাতে পারবে! হাতে এখনো ৭ উইকেট আছে টাইগারদের। তবে ইমরুল কায়েস ইনজুরিতে থাকায় তিনি ব্যাটিং করতে পারছেন না। মুশফিকুর রহিমও ইনজুরি কাটিয়ে প্রথম ইনিংসে দীর্ঘ সময় ব্যাটিং করে ক্লান্ত। বাংলাদেশের পক্ষে দীর্ঘ ইনিংস খেলে টেস্টটা ড্র করার জন্য দায়িত্ব আবারও সাকিব আর মুমিনুল হকের উপরই পড়বে!

সর্বশেষ খবর