সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেখ কামাল টুর্নামেন্টে ঢাকা মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের অবস্থান ছিল বড্ড নাজুক। দশম স্থান দখল করে কোনোক্রমে রেলিগেশন এড়িয়েছে তারা। তাই সংশয় ছিল ফেব্রুয়ারিতে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের এই ঐতিহ্যবাহী দলকে আমন্ত্রণ জানানো হবে কী না। ২০১৫ সালে প্রথম আসরে অংশ নিয়ে সেমিফাইনালে উঠেছিল মোহামেডান।

এবারও খেলবে শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট। গতকাল বিষয়টি নিশ্চিত করেন ক্লাবের ফুটবল ম্যানেজার অভিজ্ঞ সংগঠক আমিরুল ইসলাম বাবু। ‘আয়োজক চট্টগ্রাম আবাহনী ক্লাব থেকে লিখিতভাবে টুর্নামেন্টে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয় মোহামেডানকে।’ সাতটি বিদেশি দলের অংশ নেওয়ার কথা। সুতরাং এই দুর্বল দল নিয়ে সাদা-কালোরা খেলবে কীভাবে? বাবু জানালেন আমরা শক্তিশালী দল নিয়েই মাঠে নামবো। ঢাকার অনেক দলই টুর্নামেন্টে খেলবে না। এসব দল থেকে আমরা অতিথি হিসেবে খেলোয়াড় নেব। ইতিমধ্যে কয়েকটি দলের সঙ্গে চূড়ান্ত আলাপও হয়ে গেছে। টুর্নামেন্টে আমন্ত্রণ জানানোর জন্য বাবু আয়োজকদের ধন্যবাদও জানান।

সর্বশেষ খবর