মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বোলারদের অনভিজ্ঞতাকেই দায়ী করলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

ওয়েলিংটন টেস্টে স্বপ্ন দেখিয়ে টাইগাররা হেরে গেল ৭ উইকেটে। এমন হারে হতাশ সমর্থকরা। প্রথম ইনিংসে ৫৯৫ রানে ইনিংস ঘোষণার পরও টেস্টে ম্যাচ হারা ঘটনা আর নেই। গতকাল লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। এমন হারের পর সমর্থকদের কাঠগড়ায় ব্যাটসম্যানরা। যে দলটি প্রথম ইনিংসে ৫৯৫ রান করল সেই দলটি যেন দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬০ রানে অলআউট? তবে সমর্থকরা যাই বলুক না কেন বাংলাদেশের অধিনায়ক এই পরাজয়ের জন্য বাংলাদেশের অনভিজ্ঞ বোলিং লাইনআপকেই দায়ী করেছেন।

মুশফিকের কথা যুক্তি আছে। কেননা টেস্টে চতুর্থ ও পঞ্চম দিনে ব্যাট করা কঠিন। বোলাররা উইকেট থেকে বাড়তি সুবিধা পেয়ে থাকেন। নিউজিল্যান্ডের বোলাররাও সে কারণেই প্রথম ইনিংসে মার খেলেও দ্বিতীয় ইনিংসে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হয়েছে। কিন্তু বাংলাদেশের বোলিং লাইনআপের অভিজ্ঞতার ঝুলি তো ফাঁকা। তিন পেসারের মধ্যে দুই পেসার অভিষিক্ত। আরেক পেসারের মাত্র দুই টেস্ট খেলার অভিজ্ঞতা। সে কারণেই ম্যাচে হারতে হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতার পরও নিউজিল্যান্ডকে টার্গেট দেওয়া হয়েছিল ২১৭ রানের। সময় খুব বেশি ছিল না। জয়ের জন্য ওভার প্রতি কিউইদের দরকার ছিল ৩.৮ রান। শেষ দিনের শেষ সেশনে এমন গড়ে রান তোলা অনেকটা অসম্ভবই বটে। একটুখানি মাথা খাটিয়ে বোলিং করলেই হতো। কিন্তু বাংলাদেশের বোলাররা অবিবেচকের মতো বোলিং করে যেন জয়টা কিউইদের উপহার দিয়ে দিলেন। বোলাররা এমন বোলিং করেছেন গতকাল ওভার প্রতি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা রান তুলেছেন সাড়ে পাঁচ করে। ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘এমন হার খুবই হতাশার। আমাদের বোলাররা একদম ভালো করতে পারেননি। তাছাড়া ইনজুরিও আমাদেরকে ভুগিয়েছে।

সর্বশেষ খবর