মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পথশিশুরাও জাতীয় দলে ক্রিকেট খেলতে পারবে : চুমকি

নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সুযোগ পেলে পথশিশুরাও জাতীয় ক্রিকেট দলে খেলতে পারবে। তারা সবাই যোগ্য এবং সক্ষম। সমাজের সবার উচিত তাদের জন্য সুযোগ সৃষ্টি করা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ যৌথভাবে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।

মেহের আফরোজ চুমকি বলেন, পথশিশুদের পুনর্বাসনের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। এর অংশ হিসেবে ঢাকায় চালু করা হয়েছে শেল্টার হোম। এসব শেল্টার হোমে শিশুদের থাকা-খাওয়া, বিনোদন ও শিক্ষা কার্যক্রমের সুবিধা রয়েছে।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রমের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।

সর্বশেষ খবর