মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ম্যানইউ-লিভারপুল ড্র, ম্যানসিটির হার

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি আবারও হেরে গেছে। এবার পেপ গার্ডিওলার শিষ্যদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এভারটন। রবিবার নিজেদের মাঠে ম্যানসিটির জালে গোল করেন এভারটনের লুকাকো, মিরালাস, ডেভিস ও লুকমান। ম্যানসিটি পরাজিত হলেও কোনোরকমে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে অলরেডদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হোসে মরিনহোর শিষ্যরা।

দারুণ ছন্দে ছুটে চলা ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে হারতেই বসেছিল। তবে ম্যাচের শেষ দিকে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রেড ডেভিলরা। ঘরের মাঠে পরাজয়ের লজ্জা থেকে বেঁচে যায় ম্যানইউ। অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। প্রথমার্ধে জেমস মিলনারের গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে শেষদিকে গোল করে দলকে ড্র উপহার দেন ইব্রাহিমোভিচ। লিগে টানা ছয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জেতার পর পয়েন্ট হারালো ম্যানইউ। এ ড্রয়ে লিভারপুল ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরেই থাকল। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চেলসি। এভারটনের কাছে হেরে যাওয়ায় ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চমে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। আর্সেনাল ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে অবস্থান করছে।

সর্বশেষ খবর