বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সিরিজে সমতা আনার ম্যাচ রুমানাদের

ক্রীড়া প্রতিবেদক

সিরিজে সমতা আনার ম্যাচ রুমানাদের

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

মুশফিক, সাকিবরা যখন নিউজিল্যান্ডে লড়াই করছেন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে। তখন ঘরের মাঠে ‘সৈকতের শহর’ কক্সবাজারে লড়াই করে চলেছেন রুমানা, নিগার সুলতানারা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে যখন কান্নার নোনা জলে সিক্ত হলেন মুশফিকরা, তখন ক্রিকেটপ্রেমীদের আড়ালে থেকেই উৎসবের রংয়ে ভাসান রুমানারা সফরকারী দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে ১০ রানের অবিশ্বাস্য জয়ে। আজ একই ভেন্যু শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচ। সিরিজ বাঁচিয়ে রাখতে জেতার কোনো বিকল্প নেই বাংলাদেশের। আর জিতলেই     সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের। এমন সমীকরণের ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

প্রথম ওয়ানডেতে সফরকারীরা ২৫১ রান করেছিল। জবাবে নিগার সুলতানার অপরাজিত ৫৯ রানে ভর করে স্বাগতিকদের সংগ্রহ ছিল ১৬৫। দ্বিতীয় ম্যাচে রেকর্ড জুটি গড়েন অধিনায়ক রুমানা ও শারমিন আক্তার। তারপরও সফরকারীদের ২২৩ রান টপকাতে পারেনি স্বাগতিকরা। হেরে যায় ১৭ রানে। শারমিন ক্যারিয়ারের ৬৮ রানের ইনিংস খেলেন। শারমিন করেন সর্বোচ্চ ৭৪। সত্যি বলতে, ওই ম্যাচের আত্মবিশ্বাসই দলকে ঘুরিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে উইকেটের কুয়াশার সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়ে ১৩৬ রানে গুটিয়ে যান রুমানারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিজে। তিন ম্যাচে রুমানার পারফরম্যান্স দলের মধ্যে সেরা। অলরাউন্ডার রুমানার ব্যাট থেকে তিন ম্যাচে বেরিয়েছে ৩৭, ৬৮ ও ২৮ রানের ইনিংস। আজ চতুর্থ ওয়ানডে। ম্যাচটি জেতার প্রত্যয় ব্যক্ত করেন অধিনায়ক রুমানা, ‘আমরা জানি ভালো খেললেই জেতা সম্ভব। আমরা সবাই প্রস্তুত ভালো খেলতে। সবাই জানি নিজেদের কাজগুলো।’ 

সর্বশেষ খবর