শিরোনাম
বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফন গালের অবসর

ক্রীড়া ডেস্ক

ফন গালের অবসর

বর্তমান ফুটবলে যে কজন হেভিওয়েট কোচের নাম শোনা যায় এদের মধ্যে নেদারল্যান্ডসের লুই ফন গাল অন্যতম। ৬৫ বছর বয়সী এ ডাচ কোচের ক্যারিয়ার শুরু হয়েছিল আয়াক্সে। এরপর থেকে তিনি বার্সেলোনা, নেদারল্যান্ডস, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বিখ্যাত দলগুলোতে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ২৬ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টেনেছেন লুই ফন গাল।

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে এফএ কাপের শিরোপা জিতিয়েছিলেন ফন গাল। তবে এরপরও শেষ রক্ষা হয়নি। তাকে বরখাস্ত করে ম্যানইউ। তবে কোচ হিসেবে দারুণ সফল ছিলেন তিনি। বার্সেলোনাকে ১৯৯৭-৯৮ ও ১৯৯৮-৯৯ মৌসুমে লা লিগার শিরোপা জিতিয়েছেন তিনি। কাতালানদের কোচ হিসেবে ১৯৯৭ সালে জয় করেছিলেন উয়েফা সুপার কাপও। কোপা দেল রে কাপ জিতেন ১৯৯৭-৯৮ মৌসুমে। বায়ার্ন মিউনিখকে ২০০৯-১০ মৌসুমে উপহার দিয়েছেন জার্মান বুন্দেসলিগার শিরোপা। একই মৌসুমে জয় করেছেন জার্মান কাপও। ২০০০-০২ এবং ২০১২-১৪ সালে দুই মেয়াদে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন লুই ফন গাল। প্রথমবার তেমন কোনো সফলতা না পেলেও দ্বিতীয়বার ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিল ফন গালের নেদারল্যান্ডস। ফন গাল সবচেয়ে সফল ছিলেন ডাচ ক্লাব আয়াক্সে। এখানে তিনি ডাচ লিগ জেতেন টানা তিনবার (১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫ ও ১৯৯৫-৯৬)। ১৯৯১-৯২ মৌসুমে জয় করেন উয়েফা কাপ। ১৯৯৪-৯৫ মৌসুমে এসি মিলানকে হারিয়ে জয় করেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। উয়েফা সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপও জয় করেন আয়াক্সের কোচ হিসেবে। মূলত আয়াক্সের সফলতাই লুই ফন গালকে বিশ্ব জোড়া খ্যাতি এনে দেয়। এতসব অর্জনের জন্য ফন গালকে নেদারল্যান্ডস সরকার আজীবন সম্মাননা প্রদান করে। এই পুরস্কার পাওয়ার পরই ফন গাল ডাচ পত্রিকা টেলিগ্রাফকে বলেন, ‘আমি ভেবেছিলাম হয়তো আমার থামা উচিত। তখন আমি এটাকে বিশ্রাম হিসেবে দেখেছিলাম। কিন্তু এখন আমার মনে হয় আমি আর কোচিংয়ে ফিরব না।’ ম্যানচেস্টার ইউনাইটেডই ছিল এ ডাচ কোচের শেষ ক্লাব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর