বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সেরেনা জকোভিচ নাদালের জয়

ক্রীড়া ডেস্ক

সেরেনা জকোভিচ নাদালের জয়

দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের পর উচ্ছ্বসিত সেরেনা

বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে শুভ সূচনা করেছেন মেয়েদের এককের দ্বিতীয় বাছাই সেরেনা উইলিয়ামস। গতকাল প্রথম রাউন্ডে তিনি সুইস তরুণী বেলিন্ডা বেনচিচকে ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। স্টেফিগ্রাফকে ছাড়িয়ে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। বর্তমানে দুজনেই ২২টি করে গ্র্যান্ডস্লাম জিতে সমান্তরালে রয়েছেন। আর একটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জিতলেই সেরেনা উইলিয়ামস এককভাবে দুই নম্বর স্থানটি দখল করবেন। সামনে থাকবেন কেবল অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট (২৪টি গ্র্যান্ডস্লাম শিরোপা)।

এদিকে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে শুভ সূচনা করেছেন পুরুষ এককের দ্বিতীয় বাছাই সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ এবং ফেবারিট রাফায়েল নাদাল। গতকাল দুজনেই প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন। জকোভিচ ৬-১, ৭-৬ (৭/৪), ৬-২ গেমে হারিয়েছেন স্পেনের ফার্নান্দো ভার্দেস্কোকে। রাফায়েল নাদাল ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন জার্মানির ফ্লোরিয়ান মেয়ারকে। পুরুষ এককে এছাড়াও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তৃতীয় বাছাই কানাডার মিলোস রাউনিচ, বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রিভ এবং স্পেনের ডেভিড ফেরার। মেয়েদের এককে প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকভা, ব্রিটিশ তরুণী ইয়োহানা কন্তা ও হিথার ওয়াটসন, ডমিনিকা চিবুলকভা এবং ক্যারোলিন উজনিয়াকি। পুরুষ এককের শীর্ষ বাছাই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে এবং মেয়েদের এককের শীর্ষ বাছাই জার্মান তরুণী অ্যাঞ্জেলিক কারবার আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন দীর্ঘ ছয় মাস পর ইনজুরি থেকে ফিরে আসার সুইস তারকা রজার ফেদেরারও।

সর্বশেষ খবর