বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এপ্রিলে জাতীয় ক্রীড়া সম্মেলন

ক্রীড়া প্রতিবেদক

১৯৯৬ সালের পর জাতীয় ক্রীড়া সম্মেলন আর হয়নি। ১৯৯৫ সালে সাদেক হোসেন খোকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রথম ক্রীড়া সম্মেলন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই সম্মেলন উদ্বোধন করেন। ১৯৯৬ সালে ওবায়দুল কাদের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে আরও জাঁকজমকভাবে ক্রীড়া সম্মেলন হয়। সাভার বিকেএসপিতে তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফজলুর রহমান পটল ও আহাদ আলী সরকার ক্রীড়া প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ক্রীড়া সম্মেলন করতে পারেননি। বর্তমান সরকার প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ে উপমন্ত্রী নিয়োগ দেয়।

বীরেন শিকদার ও আরিফ খান জয় তিন বছর ধরে দায়িত্ব পালন করলেও ক্রীড়া সম্মেলনের আয়োজন করেননি। অথচ ১৯৯৬ সালে ঘোষণা ছিল এক বছর না হলেও দুই বছর অন্তর অন্তর ক্রীড়া সম্মেলন হবে। দায়িত্ব নেওয়ার পর দুই প্রতিমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রীড়াঙ্গনে সমস্যা নিরসনে লক্ষ্যে ক্রীড়াবিদ ও সংগঠকদের নিয়ে ক্রীড়া সম্মেলন হবে। কিন্তু পারেননি। যাক শেষ পর্যন্ত শুধু ঘোষণা নয়, জাতীয় ক্রীড়া সম্মেলনের সময়ও নির্ধারণ করা হয়েছে। রবিবার সাভার বিকেএসপিতে সিনথেটিক ফুটবল টার্ফ ও আধুনিক ক্রিকেট মাঠের উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এপ্রিলে ক্রীড়া সম্মেলনের ঘোষণা দেন। এ সময় উপমন্ত্রী আরিফ খান জয়ও উপস্থিত ছিলেন। ১৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে এই প্রথম বিকেএসপিতে সিনথেটিক ও আধুনিক দুটি মাঠের উদ্বোধন হয়।

সর্বশেষ খবর