বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নেপোলির দূত হচ্ছেন ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক

নেপোলির দূত হচ্ছেন ম্যারাডোনা

ইতালিয়ান ক্লাব নেপোলিকে ইউরোপ সেরা দলের স্বীকৃতি এনে দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। তার অসাধারণ ফুটবলেই ইতালিয়ান সিরি এ লিগ জিতেছিল নেপোলি। ম্যারাডোনা যুগের পর দীর্ঘদিন হয়ে গেলেও আর কোনো সফলতার মুখ দেখেনি ক্লাবটি। এবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে আবারও ক্লাবে ফিরিয়ে আনতে চাচ্ছে নেপোলি। অবশ্য খেলোয়াড় হিসেবে নয়, দূত হিসেবে। দিয়েগো ম্যারাডোনাকে বিশ্বব্যাপী নিজেদের দূত করতে চাচ্ছে ক্লাবটি। নেপোলির প্রেসিডেন্ট ডি লরেন্টিস বলেছেন, ‘আমার কাছে ম্যারাডোনা একজন কিংবদন্তি। যত দ্রুত তিনি ইতালিয়ান কর্তৃপক্ষের সঙ্গে করের বিষয়টি সমাধান করবেন তত দ্রুতই তিনি আমাদের দূত হবেন।’ নেপোলিতে দিয়েগো ম্যারাডোনা এখনো মহানায়কের সম্মান পান। ভক্তরা এখনো তাকে মনে রেখেছেন ঠিক আগের মতোই। এমনকি ক্লাব কর্তৃপক্ষও আর্জেন্টিনার এ কিংবদন্তির দানকে মনে রেখেছে। তবে ম্যারাডোনা যুগের পর অনেক তারকার আগমন হলেও নেপোলির ভাগ্য বদলায়নি। ম্যারাডোনাকে দূত হিসেবে দায়িত্ব দিয়ে কী ভাগ্য ফেরাতে চাইছে নেপোলি! অবশ্য দূত হওয়ার আগে ইতালিয়ান কর্তৃপক্ষকে ৩৯ মিলিয়ন ইউরো কর দিতে হবে দিয়েগো ম্যারাডোনাকে। তাদের দাবি, ম্যারাডোনা কর ফাঁকি দিয়েছিলেন। এ কারণে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে জরিমানা করেছে ইতালি। কিন্তু ম্যারাডোনার মতে, এই অর্থ দেওয়ার কথা নেপোলির। দেখা যাক, এবার কর দিয়ে ম্যারাডোনা নেপোলির ভাগ্য ফেরাতে তাদের দূতের ভূমিকা গ্রহণ করেন কিনা!

সর্বশেষ খবর