বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চার সপ্তাহের বিশ্রামে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ড সফর বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছে দিন দিন। শুধু পারফরম্যান্সের জন্য নয়। ইনজুরির জন্যও। শেষ ওয়ানডেতে বৃদ্ধাঙ্গুলীতে ব্যথা পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার ক্রাইস্টচার্চ টেস্ট খেলবেন না অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়েলিংটন টেস্টের শেষ দিন ব্যাটিংয়ের সময় টিম সাউদির বাউন্সারে মাথায় আঘাত পান। ওয়েলিংটন সিটি হাসপাতালের স্ক্যানিং রিপোর্টে ইনজুরিকে মারাত্মক বলেনি। তবে চার সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছে। ওয়েলিংটনের দুঃস্বপ্নকে সঙ্গী করে টাইগাররা এখন ক্রাইস্টচার্চে। ২০-২৪ জানুয়ারি সফরের শেষ টেস্ট বাংলাদেশের। সেই টেস্টে না খেলার সম্ভাবনা অধিনায়ক মুশফিকের। যদি খেলতে না পারেন তাহলে নতুন মুখের দেখা মিলতে পারে। বাউন্সারে মাথায় আঘাত পাওয়ার পর মুশফিককে চার সপ্তাহের বিশ্রামে থাকতে বলা হয়েছে। এ বিষয়ে দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘মুশফিককে চার সপ্তাহের বিশ্রামে থাকতে বলা হয়েছে। যদিও আঘাত তেমন কোনো মারাত্মক নয়।’ মুশফিক প্রথম ইনিংসে ১৫৯ রানের ব্যাটিংয়ের সময়ও হাতে ব্যথা পেয়েছিলেন। পরে কিপিং করেননি। তার জায়গায় কিপিং করেন ইমরুল কায়েস। সেই কায়েসও দ্বিতীয় ইনিংসে রান আউট থেকে বাঁচতে যেয়ে থাই মাসলে ব্যথা পান।

সর্বশেষ খবর