শিরোনাম
বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

টেস্টে সাকিবের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিয়ারে বহু টেস্ট হেরেছেন সাকিব আল হাসান। পারফরম্যান্স করেছেন বহু টেস্টে। কিন্তু ওয়েলিংটন টেস্টের কথা সারা জীবন মনে থাকবে বিশ্বসেরা অলরাউন্ডারের। পৌনে চারদিন টেস্টের চালকের আসনে থেকেও অবিশ্বাস্যভাবে হেরে যায় বাংলাদেশ। এ এমন এক হার যা শুধু ক্রিকেটারদের নয়, পোড়াচ্ছে গোটা দেশের ক্রিকেটপ্রেমীদেরও। সাকিবের জন্য টেস্টটি আবার ভিন্ন আবেদনের। এখানেই তিনি খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। করেছেন ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি। ২১৭ রানের ইনিংসটি আবার বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ব্যক্তিগতভাবে সর্বোচ্চও। টেস্টের পাশাপাশি ম্যাচসেরার পুরস্কার না জিতলেও টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন সাকিব। অসাধারণ ডাবল সেঞ্চুরিতে ভর করে তিনি এখন আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৩ নম্বর সেরা ব্যাটসম্যান। যা তার ক্যারিয়ার সেরা। তবে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল, র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বর ব্যাটসম্যান। 

শুধু সাকিব নন, র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও। প্রথম ইনিংসে ১৫৯ রানের নান্দনিক ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে মুশফিক এখন ৩৫ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তামিম ও মুমিনুল হক সৌরভ। বাঁ হাতি ব্যাটসম্যান তামিম দুই ধাপ এগিয়ে এখন ২০ নম্বরে এবং এক ধাপ এগিয়ে মুমিনুল রয়েছেন ২৮ নম্বরে। বোলিং র‌্যাঙ্কিংয়ে সাকিব আগের মতো ১৫ নম্বরে রয়েছেন। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন দুই নম্বরে। শীর্ষে ভারতের রবীচন্দন অশ্বিন।

সর্বশেষ খবর