বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অলিভারের সঙ্গে চুক্তি হতে পারে আজ

ক্রীড়া প্রতিবেদক

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ভালো খেলতে চায় বাংলাদেশ। প্রতিযোগিতাটি আবার বসবে ঢাকায়। তাই একটু বেশিই স্বপ্ন। ওয়ার্ল্ড হকি লিগকে সামনে রেখে এরই মধ্যে জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ১২ জানুয়ারি ক্যাম্প শুরু হয়েছে বিকেএসপিতে। জিমি-চয়নরা ক্যাম্প করছেন স্থানীয় কোচ মাহাবুব হারুনের কোচিংয়ে। তবে জাতীয় দলের জার্মান কোচ অলিভার কার্টজ এখন ঢাকায়। বড়দিনের ছুটি কাটিয়ে দিন পাঁচেক আগে ঢাকায় পা রাখেন তিনি। অথচ তিনি এখনো জাতীয় দলের দায়িত্ব নেননি। চুক্তি ছাড়া ক্যাম্পে যোগ দিতে নারাজ তিনি। কার্টজের সঙ্গে আজ চুক্তি হতে পারে হকি ফেডারেশনের। ৪-১২ মার্চ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলবে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের খেলাগুলো। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টের বাকি দলগুলো—কানাডা, মিসর, ঘানা, ফিজি, ওমান, চীন ও শ্রীলঙ্কা।

সর্বশেষ খবর