বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সিরিজে ফেরার স্বপ্ন হাতুরার

ক্রীড়া প্রতিবেদক

সিরিজে ফেরার স্বপ্ন হাতুরার

অনুপ্রেরণার জন্য খুব দূরে তাকানো কোনো প্রয়োজন নেই। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা সিরিজ থেকেই অনুপ্রেরণা পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অধিকাংশ সময় আধিপত্য বিস্তার করে খেলেও শেষ মুহূর্তে গিয়ে হেরে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডেও একই ঘটনা ঘটেছে। তবে ওয়েলিংটন টেস্টের কথা এখন ভুলে যেতে যান টাইগাররা। এখন তাদের দৃষ্টি কেবল ক্রাইস্টচার্চ টেস্টের দিকে। এই টেস্টে জিতে সিরিজে সমতার স্বপ্ন কোচ হাতুরাসিংহের মনেও। তিনি বলেন, ‘ইংল্যান্ড সিরিজ আমাদেরকে আশা দেখাচ্ছে। ফিরে আসাটা অসম্ভব নয়। আমরা পারব কিনা সময়ই তা বলে দেবে। তবে আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না।’ ওয়েলিংটন টেস্টে হারলেও ওই  ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু দেখছে হাতুরা, ‘শেষ আধ ঘণ্টা বাদ দিলে চার দিনে আমরাই এগিয়ে ছিলাম। এবারও আমাদের একই মানসিকতা থাকবে। আশা করছি কন্ডিশনও একই হবে। যদি প্রথমে ব্যাটিং করতে হয় তবে প্রথম ম্যাচের মতোই করব। আর শেষটা আশা করছি অনেক ভালো হবে।’

ওয়েলিংটন টেস্টে হারার পেছনে বড় কারণ ছিল অনভিজ্ঞ বোলিং লাইনআপ। তিন পেসারের মধ্যে দুই পেসারের অভিষেক হয়েছিল আর এক পেসারের অভিজ্ঞতায় ছিল মাত্র দুই ম্যাচ। অথচ অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে একাদশে রাখা হয়নি। ক্রাইস্টচার্চেও রুবেলের খেলার সম্ভাবনা কম। কোচ পরিষ্কার বলে দিয়েছেন, দলে কাকে রাখবেন কাকে রাখবেন না তা তিনি শেয়ার করতে চান না। তবে দলের ভালোর জন্যই যা করার করবেন।

সর্বশেষ খবর