বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তৃতীয় রাউন্ডে ফেদেরার-কারবার

ক্রীড়া ডেস্ক

তৃতীয় রাউন্ডে ফেদেরার-কারবার

রজার ফেদেরার ইনজুরি থেকে ফিরে দারুণ খেলে চলেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে ধীরে ধীরে সামনের দিকে ছুটছেন তিনি। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের নোয়াহ রুবিনকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন এ সুইস তারকা। রজার ফেদেরার ৭-৫, ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে হারিয়েছেন প্রতিপক্ষকে। তবে তৃতীয় রাউন্ডেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন তিনি। দেখা হচ্ছে চেক তারকা টমাস বারডিচের সঙ্গে। দ্বিতীয় রাউন্ডে বারডিচ যুক্তরাষ্ট্রের হ্যারিসনকে হারিয়েছেন। তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন পুরুষ এককের শীর্ষ বাছাই অ্যান্ডি মারেও। তিনি রাশিয়ার আন্দ্রেকে ৬-৩, ৬-০, ৬-২ গেমে হারিয়েছেন দ্বিতীয় রাউন্ডে।

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে এছাড়াও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জাপানি তারকা কেই নিশিকুরি। তিনি ফরাসি প্রতিপক্ষ জেরেমি চার্ডিকে ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। সুইস তারকা স্ট্যান ওয়াওরিঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনকে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। ইতালির আন্দ্রেস সেপ্পি অস্ট্রেলিয়ার নিককে হারিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। তবে পুরুষ এককের সপ্তম বাছাই ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচ দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। ১৯তম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন ইজনারও বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। এদিকে মেয়েদের এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন উইলিয়ামস পরিবারের বড় মেয়ে ভেনাস উইলিয়ামস। তিনি সুইজারল্যান্ডের স্টেফানিকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। মেয়েদের এককের শীর্ষ বাছাই জার্মান তরুণী অ্যাঞ্জেলিক কারবারও দ্বিতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন। তিনি স্বদেশি ক্যারিনাকে ৬-২, ৬-৭ (৩/৭), ৬-২ গেমে হারিয়েছেন। স্কোরলাইনই বলছে, মেয়েদের এককের শীর্ষ বাছাই সহজে ম্যাচটা জিততে পারেনি। দ্বিতীয় সেটটা তো তিনি হেরেই গিয়েছিলেন! মেয়েদের এককের সপ্তম বাছাই স্পেনের গারবিন মুগুরুজাও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। দ্বিতীয় রাউন্ডে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সামান্থাকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন। রাশিয়ার সভেত্লানা কুজনেত্সভা, ইউক্রেনের এলিনা সভিতলানা, সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ, কানাডার ইউজিন বুচার্ডও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন মেয়েদের এককে। তবে অস্ট্রেলিয়া ওপেনে মেয়েদের এককের দশম বাছাই স্পেনের কার্লা সুয়ারেজ, বিশতম বাছাই চীনের ঝ্যাঙ সুয়াই এবং ইরিনা দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।

সর্বশেষ খবর