শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রুমানাদের সিরিজ হার

ক্রীড়া প্রতিবেদক

রুমানাদের সিরিজ হার

তৃতীয় ম্যাচে জিতে সিরিজের উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু গতকাল কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে পাত্তাই পায়নি রুমানারা। বাংলাদেশকে ৯৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়া মেয়েরা। শেষ ম্যাচটি এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র। প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তৃতীয় ম্যাচে বাংলাদেশ জয় পেলেও চতুর্থ ম্যাচে হেরে গেল বাজেভাবে। গতকাল প্রথমে ব্যাটিং করে ২৫১ রানের বড় সংগ্রহ পায় সফরকারীরা। দলের পক্ষে ৭৯ রানের ইনিংস খেলেন ডু প্রেজ। বাংলাদেশের পক্ষে খাদিজা তুল কোবরা ৪৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ৩০ রানে দুই উইকেট নিয়েছেন অধিনায়ক রুমানা আহমেদ। জাহানারা আলম নিয়েছেন এক উইকেট। ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৪১ রানের চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন ফারজানা হক। ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। যদিও অনেক বেশি বল খেলেছেন তিনি। ১৪৪ বলে এই রান করেছেন। এছাড়া ৩০ রান এসেছে সালমা খাতুনের ব্যাট থেকে। বাংলাদেশের ছয় ব্যাটসম্যানই   আউট হয়েছেন দুই অঙ্কের কোটায় পৌঁছার আগেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর