বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জিদানের নতুন পরিকল্পনা

ক্রীড়া ডেস্ক

জিদানের নতুন পরিকল্পনা

টানা ৪০ ম্যাচ অপরাজিত থেকে বার্সেলোনার রেকর্ড ভেঙে দিয়েছিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। জয় করেছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ। চলতি মৌসুমে লা লিগা জয়ের পথেই ছুটে চলেছে দলটি। তবে সেভিয়ার কাছে লা লিগার ম্যাচে ২-১ গোলে হেরে দীর্ঘ অপরাজিত থাকার ধারাটা ভেঙে গেছে রিয়াল মাদ্রিদের। অবশ্য দল হারলেও শিষ্যদের নিয়ে দারুণ খুশি জিদান। এই দলটাই তাকে অসংখ্য উপহার দিয়েছে। জিদানের মতে, একদিন তো এমনটা হওয়ারই ছিল। একটা দল সারা জীবন তো আর অপরাজিত থাকতে পারে না। সেভিয়ার কাছে পরাজয়ে তাই মন ভাঙছেন না জিদান। তার মতে, আরও একবার দুরন্ত গতিতে ছুটে চলবে রিয়াল মাদ্রিদ। তিনি বলেন, ‘আমি জয় পেতে চাই। পরাজয় কখনই ভালো কিছু নয়। এখন আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। নতুন করে শুরু করতে হবে।’ গত রাতেই কোপা দেল রে কাপের ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে খেলেছেন রোনালদোসহ প্রথম একাদশের প্রায় সবাই। রোনালদোরা কী জয় পেয়েছেন! তাহলে কী জিদানের শিষ্যরা আরও একবার দীর্ঘ পথচলা শুরু করল! এর উত্তর কেবল ভবিষ্যতই দিতে পারে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর