শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বার্নাব্যুতেও হারল রিয়াল

কোপা দেল রে কাপ

ক্রীড়া ডেস্ক

বার্নাব্যুতেও হারল রিয়াল

রিয়ালকে হারিয়ে সেল্টা ভিগোর ফুটবলারদের উল্লাস

সেভিয়ার মাঠে হেরে স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড় অনেকটাই কঠিন করে তুলেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার পাশাপাশি এবার সেভিয়াও লা লিগায় শিরোপার লড়াইয়ে উঠে এসেছে। সে পরাজয়ের পর জিনেদিন জিদান তেমন একটা গুরুত্ব দেননি। বরং শিষ্যদের প্রশংসাই করেছিলেন তিনি। এবার ঘরের মাঠেও হেরে গেছে রিয়াল মাদ্রিদ। গত বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে কোপা দেল রে কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হারিয়েছে সেল্টা ভিগো। এ পরাজয়ে সেমিফাইনাল খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে গেল লস ব্ল্যাঙ্কোসদের। শেষ চারে খেলতে হলে দ্বিতীয় লেগে সেল্টা ভিগোর মাঠে অন্তত ২-০ গোলে জিততে হবে রিয়াল মাদ্রিদকে।

রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল পূর্ণ শক্তির দল নিয়েই। ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন ফর্মে। তবে কোন কিছুতেই কাজ হলো না। এমনকি শেষদিকে করিম বেনজেমাদের মাঠে নামিয়েও পরাজয় এড়াতে পারেননি জিদান। ম্যাচের ৬৪তম মিনিটেই ইয়াগো অ্যাসপাসের গোলে এগিয়ে যায় সেল্টা ভিগো। ৬৯তম মিনিটে মার্সেলোর গোলে সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ। রোনালদোরা দারুণ কিছু করে দলকে জয় উপহার দিবেন এমনটাই ভেবেছিল ভক্তরা। তবে জনির ৭০তম মিনিটের গোলে সেল্টা ভিগো জয় নিশ্চিত করেই সান্তিয়াগো বার্নাব্যু থেকে বাড়ি ফিরে। দ্বিতীয় লেগে যে কোনো ব্যবধানের ড্রই সেল্টা ভিগোকে কোপা দেল রে কাপের সেমিতে তুলে দিবে। এ পরাজয়ের পরও অবশ্য খুব একটা চিন্তিত নন জিনেদিন জিদান। তিনি বলেন, ‘ম্যাচটার জন্য আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেভাবে খেলতে পারিনি। আমরা সেভিয়ার মাঠে এরচেয়ে ভালো খেলেছিলাম। বুধবার কিছুটা বাজে খেলেছি। তবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’ অবশ্য টানা দুই ম্যাচ হারের পর দলের মধ্যে কিছুটা পরিবর্তনের প্রয়োজন বোধ করছেন জিদান। তার মতে, সমাধানটা দ্রুতই খুঁজে বের করতে হবে।

এদিকে কোপা দেল রে কাপে বুধবার জয় পেয়েছে দিপোর্তিভো অ্যালাভেস। তারা ২-০ গোলে হারিয়েছে অ্যালকরকনকে। এ জয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে নিল অ্যালাভেস।

সর্বশেষ খবর