শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যুবরাজের রাজকীয় ব্যাটিং

রোমাঞ্চকর ম্যাচে ভারতের জয়

ক্রীড়া ডেস্ক

যুবরাজের রাজকীয় ব্যাটিং

ছয় বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন যুবরাজ —ইন্টারনেট

আড়ালেই চলে গিয়েছিলেন যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ভুলে যেতেই বসেছিলেন এই ম্যাচ উইনারকে। অথচ ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ ক্রিকেট এবং ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ভারতকে উপহার দিয়েছিলেন যুবরাজ অবিশ্বাস্য ক্রিকেট খেলে। সেই যুবরাজকে টি-২০ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ব্যাটিংয়ের অজুহাতে ছুড়ে ফেলেছিলেন নির্বাচক প্যানেল। কিন্তু ক্যান্সারকে হারানোর নায়ক যুবরাজ কিন্তু আর পিছু হটেননি? ফিরেছেন। ফিরেছেন রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে দুর্দান্ত খেলে। রঞ্জির পারফরম্যান্সই ফিরেছেন যুবরাজ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে পারেননি। কিন্তু গতকাল কটকে যা করলেন, তা অবিশ্বাস্য এবং শুধু যুবরাজের পক্ষেই সম্ভব। যুবরাজের ক্যারিয়ার সেরা ইনিংসে ভারতের নামের পাশে লেখা হয় ৬ উইকেটে ৩৮১। যা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৮ সালে রাজকোটে ইংলিশদের বিপক্ষে ভারতের সর্বোচ্চ স্কোর ছিল ৫ উইকেটে ৩৮৭। ওই ম্যাচেও যুবরাজ খেলেছিল ১৩৮ রানের অপরাজিত ইনিংস। আগের ওয়ানডের নায়ক ছিলেন বিরাট কোহলি। ৩৫০ রান তাড়া করে ভারত জিতেছিল কোহলির ব্যাটিংয়ে। গতকাল কটকে খেলতে নেমে ২৫ রানে হারিয়ে বসে ওপরের সারির ৩ উইকেট। তখনই হাল ধরেন যুবরাজ ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দুই বর্ষিয়ান ক্রিকেটার চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ২৫৬ রান ৩৮.২ ওভারে। এরমধ্যে ২৯৫ ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ১৫০ রানের ইনিংস খেলেন যুবরাজ ১২৭ বলে ২৭ চার ও ৩ ছক্কায়। যুবরাজ প্রথম ৫০ রান করেন ৫৬ বলে। সেঞ্চুরি করেন ৯৮ বলে। শেষ ৫০ রান করেন মাত্র ২৯ বলে। ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজের এটা তৃতীয় সেঞ্চুরি। আগের দুই সেঞ্চুরি ১৩৮* ও ১০৩। এর আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন যুবরাজ ২০১১ সালে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১১৩ রানের। যুবরাজের সঙ্গে সেঞ্চুরি করেন সাবেক অধিনায়ক ধোনিও। ১৩৪ রানের ইনিংস খেলেন ১২২ বলে ১০ চার ও ৬ ছক্কায়। ৩৮২ রান টার্গেট হলেও ম্যাচটি রোমাঞ্চকর হয়ে ওঠে। ইংল্যান্ড দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে মাত্র ১৫ রানে হেরে যায়। এর ফলে ২-০ ম্যাচে এগিয়ে গেল ভারত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর