শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় মাগুরায় বঙ্গবন্ধু কাপ ফুটবল

মাগুরা প্রতিনিধি

বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় মাগুরায় বঙ্গবন্ধু কাপ ফুটবল

গতকাল মাগুরায় শুরু হয়েছে বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু কাপ ফুটবল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা সাজ্জাদ হায়দার। পাশে অন্য অতিথিরা —বাংলাদেশ প্রতিদিন

বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে গতকাল শুভ উদ্বোধন হয়েছে। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। ঢাকার আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্রসহ ১২টি দল এ খেলায় অংশগ্রহণ করছে। আছাদুজ্জামান ফুটবল একাডেমির আয়োজনে বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পঙ্কজ কুণ্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা সাজ্জাদ হায়দার, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা ফুটবল দলকে মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন রয়েল ও শরিফুল। উপমন্ত্রী টুর্নামেন্ট উদ্বোধনকালে আয়োজক সংস্থা আছাদুজ্জামান ফুটবল একাডেমিকে দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

সর্বশেষ খবর