শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নেইমারেই রক্ষা বার্সার

ক্রীড়া ডেস্ক

নেইমারেই রক্ষা বার্সার

গোল করার পর নেইমারকে ঘিরে সতীর্থদের উল্লাস —এএফপি

স্পেনের এমন কোনো মাঠ নেই, যেখানে জিতেনি বার্সেলোনা। সেটা নিজেদের ন্যু ক্যাম্প থেকে শুরু করে চির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বার্নাভ্যু। সব মাঠেই জিতেছে। কখনো হেসে খেলে। কখনো বা ঘাম ঝরিয়ে। কিন্তু ২০০৭ সাল থেকে রিয়েল সোসিদাদের মাঠ হয়ে উঠেছিল দুর্ভেদ্য দুর্গ। কোনোভাবেই হারাতে পারছিল না সোসিদাদকে। উল্টো হেরে ঘরে ফিরতে হচ্ছিল মেসিদের। আটবারের প্রচেষ্টায় এবার জয় করল রিয়েল সোসিদাদের দের্ভেদ্য দুর্গ। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের একমাত্র গোলে বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে রিয়েল সোসিদাদকে। ঘাম ঝরানো এই জয়ে কোপা দেল রে’র সেমিফাইনালে এক পা দিয়েই ফেলেছে লুইস এনরিকের বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।    

অবশেষে ২১ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে ৮ মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সা। দলের দুই ভরসা মেসি ও নেইমারের যুগল আক্রমণ সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু নেইমারের বাড়ানো পাস ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারায় মেসি গোলের দেখা পায়নি বার্সা। ২১ মিনিটে অবশ্য আর মিস করেনি। তবে গোলটি করেছে পেনাল্টি থেকে। ডি কক্সে নেইমারকে ফেলে দেন সোসিসদাদের রক্ষণভাগের আরিৎস এলুসতোন্দো। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। নেইমার ঠাণ্ডা মাথায় ম্যাচের একমাত্র গোলটি করেন। এরপরও আরও সুযোগ সৃষ্টি করেছিল বার্সা। কিন্তু গোল আর হয়নি। ৫৬ মিনিটে মেসির ব্যাক-হিলে বাড়ানো বল ধরে নেইমার আড়াআড়ি শট নেন। কিন্তু বলটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই সুযোগ সৃষ্টি করে স্বাগতিকরা। কিন্তু ইউরি শটটি অল্পের জন্য বাইরে দিয়ে যায়। ফলে আর গোল হয়নি ম্যাচে। নেইমারের ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।              

দিনের আরেক ম্যাচে প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে এইবারকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর