শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিকেএসপি ক্যাম্পে অলিভার কার্টেজ

ক্রীড়া প্রতিবেদক

বিকেএসপি ক্যাম্পে অলিভার কার্টেজ

ওয়ার্ল্ড হকি লিগের প্রস্তুতি শুরু হয়ে গেছে ভালোভাবেই। এত দিন মাহবুব হারুনের প্রশিক্ষণে ক্যাম্প চলছিল। বুধবার চুক্তি সম্পন্ন হওয়ায় বিকেএসপি ক্যাম্পে যোগ দিয়েছেন হেড কোচ অলিভার কার্টেজ। ক্যাম্প শুরুর দিনই তিনি ঢাকায় আসেন। কিন্তু ফেডারেশনের সঙ্গে চুক্তি না হওয়ায় হোটেলে বসে সময় কাটাতে হয় কার্টেজকে। হংকংয়ে অনুষ্ঠিত এইচএএফ কাপে জাতীয় দলের দায়িত্ব পালন করলেও কার্টেজের চুক্তি হয়েছিল ফেডারেশন সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীরের ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনডেস্ক গ্রুপের সঙ্গে। এ নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন ফেডারেশনের নির্বাহী কর্মকর্তারা। কেননা কোনো কর্মকর্তা আর্থিক সহযোগিতা করলেও কোনোভাবে ব্যক্তির সঙ্গে জাতীয় দলের কোচের চুক্তি হতে পারে না। যা পুরোপুরি ফেডারেশনের গঠনতন্ত্র বিরোধী। যাক, সব নাটকের অবসান ঘটিয়ে কার্টেজ ফেডারেশনের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছেন। ক্যাম্পেও যোগ দিয়েছেন। যোগ্য কোচের প্রশিক্ষণে জিমি, চয়নরা ভালো কিছু করবেন এটাই সবার প্রত্যাশা। ৩১ অক্টোবর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে। অর্থাৎ এশিয়া কাপেও কার্টেজ জাতীয় দলকে প্রশিক্ষণ দেবেন। ২৮ জন খেলোয়াড় নিয়ে বিকেএসপিতে এখন ক্যাম্প চলছে। সিলেকশন কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম কিসমত জানালেন, সবেমাত্র অনুশীলন শুরু হয়েছে। চূড়ান্ত দল গঠন করতে সময় লাগবে।

মার্চেই ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা। যদি সম্ভব না হয় হকি ফেডারেশনের চেষ্টা থাকবে ভারত বা মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলানোর। সাম্প্রতিককালে হকির পারফরম্যান্স চোখে পড়ার মতো। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে রানার্সআপ হয়েছে। এইচএএফ কাপে জাতীয় দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ক্রীড়ামোদীদের চোখ থাকবে এখন দুই টুর্নামেন্টের দিকে।

সর্বশেষ খবর